1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি: দুদক চেয়ারম্যান

২০ অক্টোবর ২০১১

দুর্নীতি দমন কমিশন - দুদক'এর চেয়ারম্যান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি, দুর্নীতির চেষ্টা করা হয়েছে৷তিনি মনে করেন, বিশ্বব্যাংকের কাছে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে তাদের প্রতিশ্রুত অর্থ ছাড়ে কোন বাধা থাকবেনা৷

https://p.dw.com/p/12vQ1
পদ্মা নদীর উপর সেতুর ভবিষ্যৎ এখনো অনিশ্চিতছবি: DW/Swapan

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ তুলেছে সেব্যাপারে ব্যখ্যা দিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান৷ তিনি জানিয়েছেন, তারা যে কাগজপত্র পাঠিয়েছে তা থেকে স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে এমন অভিযোগ তারা করেনি৷ তারা বলেছে, দুর্নীতির প্রক্রিয়া শুরু হয়েছে৷ যোগাযোগ মন্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল ঠিকাদারদের পদ্মা সেতুর কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ এখনো কাজ পাইয়ে দেয়নি৷ তিনি বলেন, বিশ্বব্যাংককে যদি আমরা কাজের স্বচ্ছতা নিশ্চত করতে পারি তাহলে তাদের প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলার ছাড় করানো সম্ভব হবে৷

Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
ইসলামি ঐক্য ব্যাংকও পদ্মা সেতু প্রকল্পে অর্থের অঙ্গীকার করেছেছবি: DW

দুদক চেয়াম্যান বলেন, পদ্মা সেতু প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ আর এই তদন্তে কেউ প্রভাব বিস্তার করতে পারবেনা৷ কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে বা তদন্ত বাধাগ্রস্ত করতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷

দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুর্নীতির তদন্ত সময় সাপেক্ষ ব্যাপার হলেও তারা এই তদন্ত যথাসম্ভব দ্রুত শেষ করবেন৷ কারণ এই তদন্তের ওপর পদ্মা সেতুর অর্থায়ন নির্ভর করছে৷ তাই তদন্ত শেষ করে ব্যবস্থা নিয়ে যাতে পদ্মা সেতুর অর্থায়ন নিশ্চিত করা যায় সে লক্ষ্যেই কাজ করছে দুদক, জানান চেয়ারম্যান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান