পপ সংগীত জগতের এক অতি জনপ্রিয় শিল্পী ক্রিস রিয়ে
১৫ মার্চ ২০১২৮০ এবং ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ সংগীত শিল্পী হিসেবে খ্যাত ক্রিস রিয়ে একাধারে গীতিকার, সুরকার, প্রযোজক, গিটার বাদক ও গায়ক৷ সমাজ, স্বপ্ন আর ভালবাসা নিয়ে ‘ব্যালেড' আঙ্গিকের বহু গান তিনি উপহার দিয়েছেন তাঁর অসংখ্য মুগ্ধ অনুরাগীদের৷
১৯৭৮ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘হোয়াটএভার হেপেন্ড টু বেনি সান্টেনি' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ এই অ্যালবামের ‘ফুল' গানটি অ্যামেরিকার হিট গানের তালিকায় সেরা ২০টি গানের একটি হিসেবে স্থান অধিকার করে এবং বছরের শ্রেষ্ঠ গান হিসেবে ‘গ্র্যামি' পুরস্কারের জন্য মনোনিত হয়৷
ক্রিস রিয়ে'এর জন্ম ১৯৫১ সালের ৪ঠা মার্চ, ইংল্যন্ডে৷ বাবা ছিলেন ব্যবসায়ী৷ তাই স্কুল শিক্ষার পর তিনি বাবার আইস-ক্রিম ফেকট্রিতেই কাজ করেন কিছুকাল৷ ২২ বছর বয়সে তিনি কেনেন তাঁর প্রথম গিটার৷ আর সেই থেকেই শুরু হয় তাঁর সংগীত জীবন৷ দুটি সংগীত গোষ্ঠিতে গিটার বাদক ও গায়ক হিসেবে কিছুকাল থাকার পর, একক শিল্পীর কেরিয়ার শুরু করেন ক্রিস এবং ‘হোয়াটএভার হেপেন্ড টু বেনি সান্টেনি' অ্যালবামের মধ্য দিয়ে পপ সংগীতাঙ্গনে তাঁর সফল আত্মপ্রকাশ ঘটে৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজের আবহসংগীত রচনা করেন ক্রিস রিয়ে৷ ৯১ সালে তাঁর অ্যালবাম ‘অবার্জ' ইউরোপ ও অ্যামেরিকায় পায় বিপুল সমাদর৷
২০০৬ সালে অসুস্থতার কারণে সংগীত জগত থেকে বিদায় নিলেও, ২০১০ সালে আবারো তিনি ফিরে আসেন মঞ্চে৷ ২০০২ সালে প্রতিষ্ঠিত তাঁর নিজস্ব রেকর্ড কোম্পানি ‘জ্যাজি ব্লু' থেকে প্রকাশিত হয় একাধিক অ্যালবাম৷ ২০০৯ সালের হিসেব অনুযায়ী, বিশ্বব্যাপী তিন কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ শোনা যাচ্ছে, এ বছরই জার্মানি সফর করবেন ক্রিস রিয়ে৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ