পরমাণু চুক্তি রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে ইরান
৮ মে ২০১৯ইরান বুধবার জানায়, ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোকে জানিয়েছে যে, চুক্তিতে থাকা ‘স্বত:স্ফূর্ত প্রতিশ্রুতিগুলো' না মানার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিমানবাহী রণতরী পাঠানোর পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি৷ তেহরানকে ‘পরিষ্কার এবং সন্দেহাতীত' বার্তা দিতে রণতরীর এই বহর পাঠানো হয়েছে বলে ইতোমধ্যে জানিয়েছে ওয়াশিংটন৷
ইরান যা বলেছে
টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন:
- বিশ্বশক্তিগুলো যদি প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া আবার শুরু করবে ইরান৷
- পরমাণু চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে যারা এখনো চুক্তির পক্ষে রয়েছেন, অর্থাৎ জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং রাশিয়া ইরানের তেল এবং ব্যাংকিংখাত রক্ষায় তাদের প্রতিশ্রুতি পূরণে আর ৬০ দিন সময় পাবে৷
- সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভারী পানির ভান্ডার, যা নির্দিষ্ট কিছু পারমাণবিক চুল্লীতে পরমাণু বিদারণের জন্য দরকার, কমানো বন্ধ করবে দেশটি৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির ‘স্বতঃস্ফূর্ত প্রতিশ্রুতিগুলো' না মানার সিদ্ধান্তের কথা ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষরকারী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জানিয়ে দেয়া হয়েছে৷
প্রসঙ্গত, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পরও সেটি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জেরিফ বলেছিলেন, ‘‘ইরানের ভবিষ্যৎ কর্মপন্থা পরমাণু চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে৷ এই চুক্তি থেকে সরে যাবে না ইসলামিক রিপাবলিকটি৷''
কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যেসব দেশ চুক্তির পক্ষে রয়েছে, তাদের সীমাবদ্ধতাকে দায়ী করেছে দেশটি৷ ইরান মনে করছে, এসব দেশের মার্কিন চাপ এড়িয়ে চলার ক্ষমতা নেই৷
উল্লেখ্য, ইরানের এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ৷ ব্রিটেন বলেছে, ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভালো হবে না৷ পশ্চিমা দেশগুলো সেক্ষেত্রে দেশটির উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে জানিয়েছে লন্ডন৷ জার্মানি অবশ্য পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে নিজ দেশ এবং ইউরোপের দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়ে ইরানকে চুক্তি মানার আহ্বান জানিয়েছে৷ অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানকে পরমাণু অস্ত্র বানানোর কোনো সুযোগ দেবে না দেশটি৷
এআই/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)