পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি এ বছরে
১৮ এপ্রিল ২০১০বিদ্যুৎ সংকটের কারণে গোটা বাংলাদেশ এখন বিপর্যস্ত৷ বিদ্যুৎ এর দাবিতে রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন ভুক্তভোগী নাগরিকরা৷ সরকার একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা বললেও তাতেও কোন লাভ হচ্ছে না৷ তাই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা বলে আসছিলো৷ কয়েকদিন আগে সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকেও বলা হয়েছিল এই নিয়ে রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে৷ রোববার পরমাণু জ্বালানি বিভাগের প্রধান মোশাররফ হোসাইন বার্তা সংস্থা এএফপিকে জানান, রাশিয়ার সঙ্গে দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করবে৷ এবং এজন্য খরচ হবে কমপক্ষে তিনশ কোটি ডলার৷ চলতি বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফরে যাবেন৷ সেই সফরে এই চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন মোশাররফ হোসাইন৷ তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে এই সংক্রান্ত চুক্তি চুড়ান্ত হয়ে গেছে৷ এই সপ্তাহের শুরুতে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হয়েছে৷
জানা গেছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী রাশিয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের রুপপুর এলাকাতে এক হাজার মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে৷ আগামী ২০১৭ সালের মধ্যে এই নির্মাণকাজ শেষ হবে৷ উল্লেখ্য, ২০০৭ সালে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ বাংলাদেশকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়৷ গত সপ্তাহে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ জানায় যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে দেশের প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশে নেমে আসতে পারে যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক