পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
২০ মার্চ ২০০৯১৯৬৩ সালে বাংলাদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়৷ এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পাবনার রূপপুরে জমিও অধিগ্রহণ করা রয়েছে৷ ১৯৮০ সালে এখানে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্পও গ্রহণ করা হয়৷ কিন্তু সেই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি৷ তবে এখন সরকার যে পরিকল্পনা করছে তাতে সেখানে নির্মীত হবে ৬০০ মেগাওয়াট ক্ষমতার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র৷
বাংলাদেশের এই চরম বিদ্যুৎ সংকটের সময়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র৷ বিদ্যুতের বিষয়টি বিদ্যুৎ মন্ত্রণালয়ের আওতাভুক্ত হলেও পরমাণু বিদ্যুতের বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাভুক্ত৷ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানকে এ বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এবার আমাদের সরকার প্রচন্ড আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে যাতে পরমাণু বিদ্যুৎ দিয়ে আমাদের বিদ্যুত সমস্যার সমাধান করতে পারি৷ এর মধ্যে চীন, কোরিয়া, রাশিয়া আগ্রহ দেখিয়েছে৷ আমরা বিভিন্ন দেশ বিশেষ করে আমাদের যেসব বন্ধু্প্রতিম দেশগুলো আছে তাদের কাছে প্রস্তাব রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ ইতিমধ্যে কিছু দেশের কাছে প্রাথমিকভাবে প্রস্তাবও করা হয়েছে৷ সবাইকেই বলা হয়েছে এবং হবে৷ আমরা আমাদের অন্যান্য বন্ধু্ দেশগুলোর কাছে আমাদের আগ্রহের কথা জানাবো৷ আমাদের স্বার্থে যাদের সাথে কাজ করাটা সবচেয়ে ভালো হবে, তাদের সঙ্গেই আমরা পরবর্তী আলোচনায় যাবো৷
ইতিমধ্যে ভারতও এ বিষয়ে বেশ আগ্রহ দেখিয়েছে৷ এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের মতো বন্ধু দেশ আমাদের সাহায্য করতে নিশ্চয়ই এগিয়ে আসবে৷
আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন কি এ জন্য কোন অনুমোদন দিয়েছে? জবাবে ইয়াফেস ওসমান বলেন, ইতিমধ্যে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে তাদের সবুজ সংকেত দিয়েছে৷ এ ক্ষেত্রে আইআইইএ কিছুটা আগ্রহ ইতিমধ্যই দেখিয়েছে৷ তারাও অনুভব করে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে বাংলাদেশের বিদ্যুত সমস্যা হয়তো পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপন করে সমাধান করা যেতে পারে৷ সে জন্য তারা একটি সঠিক মনোভাব দেখাচ্ছে৷ আমরা যতদূর বুঝছি যে তারা এ বিষয়ে আমাদের সহায়তা করবে৷
জানা গেছে, চীন বাংলাদেশে ৬০০ মেগাওযাটের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দিতে চায়, আর রাশিয়া চায় রূপপুরে হোক ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র৷
লেখক: সাগর সরওয়ার, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক