1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু-বিরোধী গানে মেতে উঠছে জাপানিরা

৫ সেপ্টেম্বর ২০১১

ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ভয়াবহ বিপর্যয় এখনো পুরোপুরি সামলে উঠতে পারে নি জাপানের মানুষ৷ নিজেদের ক্ষোভ প্রকাশ করতে তারা সংগীতকেই হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে৷

https://p.dw.com/p/12T6i
পরমাণু-বিরোধী বিক্ষোভছবি: dapd

প্রতিবাদ-বিক্ষোভ মিছিল থেকে শুরু করে ইউটিউব – সব জায়গায় শোনা যাচ্ছে নতুন গান৷ গান বেঁধেছেন ব়্যাপ শিল্পী কোমা-চি, রেগে সংগীত শিল্পী ব়্যাংকিন ট্যাক্সি৷

কিন্তু রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলি এই সব গান প্রচার করছে না৷ ব়্যাপ সংগীত শিল্পী কোমা-চি তাদের সমালোচনা করে গান বেঁধেছেন৷ মূল ধারার সংবাদ মাধ্যম যেভাবে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের দুর্ঘটনার ঝুঁকির মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন এই তরুণী৷ বলেছেন, ‘‘ওহে মিডিয়া ও হোমরা-চোমরা মানুষরা৷ দয়া করে কোনো তথ্য গোপন না করে সত্যি কথা বলো৷ জীবন বিপন্ন, অথচ তোমরা কিছু বলছো না৷ ফলে গোটা বিশ্ব অত্যন্ত বিরক্ত৷''

Flash-Galerie Anti Atom Protest in Tokio Japan
ছবি: AP

মে মাসের শুরুতে ফুকুশিমার অভিশপ্ত পরমাণু কেন্দ্রের ২০ কিলোমিটার বলয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন কোমা-চি৷ সেখানকার মানুষের কাছে তিনি অর্থ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন৷ তাদের জন্য গানও গেয়েছেন তিনি৷

গান বেঁধেছেন আরেক শিল্পী ব়্যাংকিন ট্যাক্সি৷ তেজস্ক্রিয় বিকিরণের বিপদ সম্পর্কে লেখা এই গানের কথা, ‘‘তুমি এটা দেখতে পাবে না, এর গন্ধ পাবে না৷ কেউ এর থেকে পালিয়ে যেতে পারবে না৷'' সরকার ও বিদ্যুৎ কোম্পানিগুলির কড়া সমালোচনা করেছেন তিনি৷ 

পপ তারকা কাজুইইয়োশো সাইতো তাঁর আগের একটি গানে সামান্য রদবদল করে ফুকুশিমার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন৷ ‘আই অলওয়েজ লাভড ইউ' গানটির নতুন সংস্করণ হয়ে দাঁড়িয়েছে ‘ইট ওয়াজ অলওয়েজ আ লাই'৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক