পরিচালকের ওপর হামলা, প্রতিবাদমুখর বলিউড
‘পদ্মাবতী’ ছবির কাজ শেষ হওয়ার আগেই ইতিহাস বিকৃতির অভিযোগে সঞ্জয় লীলা বানসালির ওপর হামলা চালিয়েছে রাজপুতদের একটি সংগঠন৷ চলছে প্রতিবাদ৷ বানসালি বলেছেন, ‘‘ভারতে মনে হয় শান্তিতে চলচ্চিত্র নির্মাণের দিন ফুরিয়ে আসছে৷’’
যে কারণে হামলা
হামলার কারণ ‘পদ্মাবতী’ নামের একটি নির্মাণাধীন হিন্দি ছবি৷ ছবির নির্মাণ শেষ হওয়ার আগেই ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে রাজপুতদের সংগঠন ‘করনি সেনা’৷ তাদের অভিযোগ, ছবিতে রাজপুতদের ঐতিহাসিক চরিত্র, চিতোরের রানি পদ্মাবতীর সঙ্গে খিলজি রাজবংশের দ্বিতীয় শাসক আলাউদ্দীন খিলজির প্রণয় দৃশ্য চিত্রায়িত হয়েছে, যা সম্পূর্ণ ইতিহাস বিকৃতির নামান্তর৷ (প্রতীকী ছবি)
‘অযৌক্তিক’ হামলা?
ইতিহাস বিকৃতির অভিযোগে কয়েক মাস আগেই বিক্ষোভ শুরু করেছিল করনি সেনা৷ পরিচালক সঞ্জয় লীলা বানসালি তারপরও নির্মাণকাজ চালিয়ে যান৷ অবশেষে জয়পুরে এই হামলা৷ ‘হাম দিল দে চুকে সনম’, ‘১৯৪১: এ লাভস্টোরি’, ‘ব্ল্যাক’, ‘দেবদাস’, ‘বাজি রাও মাস্তানি’সহ অনেক হিট ও সমালোচকদের প্রশংসাধন্য ছবির পরিচালক বানসালিকে জয়পুরে শারীরিকভাবে লাঞ্চিত করে করনি সেনার সদস্যরা৷
রাজপুত পরিচালকের প্রতিবাদ
সামাজিক যোগাযোগের মাধ্যমে বলিউডের অনেক তারকাই এ হামলার নিন্দা জানান৷ পরিচালক অনুরাগ কাশ্যপ নিজেও রাজপুত৷ রাজপুতদের সংগঠন পরিচয়ে ‘করনি সেনা’ যা করেছে, তাকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন৷ এতে ক্ষুব্ধ হয়ে একজন মন্তব্য করেন, ‘‘মুসলিম জঙ্গিদের বিষয়ে মুখ খুলতে পারবেন?’’ জবাবে ক্ষুব্ধ অনুরাগ কাশ্যপ তাঁর ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবির কথা উল্লেখ করে জানতে চান, ‘‘ওই ছবিটি কি তোর বাপ তৈরি করেছিল?’’
ফারহান আক্তার
অভিনেতা, পরিচালক ফারহান আক্তার একজন পরিচালকের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘‘সঞ্জয় লীলা বানসালি এবং তাঁর ক্রু-দের সঙ্গে ওরা যা করেছে, তারপর কতজনের শাস্তি হয় তা দেখার অপেক্ষায় আছি৷ যথেষ্ট প্রমাণ তো আছে...৷’’
অর্জুন রামপাল
অভিনেতা অর্জুন রামপাল (ওপরের ছবিতে একেবারে ডানে) বলেছেন, ‘‘এটা গণতন্ত্রের অপমান৷ আমি সঞ্জয় লীলা বানসালি এবং তাঁর ইউনিটের পাশে আছি৷’’
বিপাসা বসু
অভিনেত্রী বিপাসা বসু টুইটারে লিখেছেন, ‘‘এমন লজ্জাজনক কাজ যারা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় নিতে হবে৷’’
ঋষি কাপুর
অভিনেতা ঋষি কাপুরও টুইটারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন৷ করনি সেনার নেতা লোকেন্দ্র সিং-এর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘‘লোকেন্দ্র সিং, তুমি রাজপুতদেরই লজ্জিত করেছ৷ এখন আর টিভিতে অজুহাত দেখিয়ো না৷ কাপুরুষ কোথাকার! ’’
দীপিকা পাড়ুকোন
‘পদ্মাবতী’ ছবিতে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন৷ হামলার সময় অবশ্য তিনি সেখানে ছিলেন না৷ পরে ঘটনা জানতে পেরে তিনি লিখেছেন, ‘‘স্তব্ধ হয়ে গেছি৷ গতকাল যা ঘটে গেল, তা ভীষণ কষ্টদায়ক, ভীষণ হতাশাজনক৷’’ আরেক টুইট বার্তায় ‘পদ্মাবতী’ ছবিতে একেবারেই ইতিহাস বিকৃত করা হয়নি বলেও দাবি করেন তিনি৷
সোনম কাপুর
অভিনেত্রী সোনম কাপুর বলেছেন, ‘‘পদ্মাবতীর সেটে যা ঘটেছে তা ভয়ংকর৷ এই কি বর্তমান বিশ্বের অবস্থা?’’
নাম থেকে ‘রাজপুত’ বাদ
অভিনেতা সুশান্ত সিং রাজপুত (ওপরের ছবিতে ডানে) এ হামলার প্রতিবাদে টুইটারে নিজের নামের সঙ্গে আর ‘রাজপুত’ শব্দটা ব্যবহার করছেন না৷ কারণ জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘‘আমি বোঝাতে চেয়েছি যে ওই লজ্জাজনক কাজটি সব রাজপুত সমর্থন করে না৷ ওরা (করনি সেনা) সব রাজপুতকে প্রতিনিধিত্ব করে না৷ ’’
প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না৷ আমাদের পূর্বপুরুষরা তো আমাদের এমন শেখাননি৷’’
করণ জোহর
পরিচালক করণ জোহরও অতীতে হিন্দু মৌলবাদীদের রোষের শিকার হয়েছেন৷ সেই অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন, ‘‘সঞ্জয় লীলা বানসালির মনের অবস্থা এখন কী হতে পারে, তা আমি অনুমান করতে পারছি৷ আমাদের সবার এখন ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানানো উচিত৷’’
ঋত্বিক রোশন
জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন লিখেছেন, ‘‘স্যার বানসালি, আমি আপনার পাশে আছি৷ যা ঘটেছে তাতে খুবই ক্ষুব্ধ আমি৷’’
রাম গোপাল ভার্মা
পরিচালক রাম গোপাল ভার্মা লিখেছেন, ‘‘বানসালি একজন শিল্পী৷ কোনো দেশ যদি শিল্পীদের রাস্তার বখাটেদের হাত থেকে রক্ষা করতে না পারে, সেই দেশকে তাহলে আর দেশ বলা যায় না৷’’
বিজেপি-র উসকানি
এদিকে ঘটনার একদিন পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অখিলেশ খান্ডেলওয়াল বলেছেন, কেউ যদি সঞ্জয় লীলা বানসালিকে জুতা মারতে পারে, তাহলে তাকে ১০ হাজার রুপি দেয়া হবে৷
অনুপম খের
অভিনেতা অনুপম খের এমনিতে বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত৷ তিনিও সঞ্জয় লীলা বানসালির ওপর হামলার নিন্দা জানিয়ে লিখেছেন, ‘‘কিছু গুণ্ডা প্রকৃতির লোক সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে যা করেছে, তার কঠোর নিন্দা জানাই৷ খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজন ঘটনা৷’’