পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ
১৬ আগস্ট ২০১১আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়৷ এছাড়া ২১শে আগষ্টের মধ্যে ঢাকা-রংপুর ট্রেন সার্ভিস চালু করতে বলেছেন প্রধানমন্ত্রী৷ আর যেসব রুটে বেসরকারী বাস চলবেনা, সেখানে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস দিতে বলা হয়েছে৷
সড়কের দুরবস্থার কারণে এক সপ্তাহ ধরে দেশের বেশ কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধ আছে৷ পরিবহন মালিকরা ওইসব সড়কে যানবাহন নামাতে রাজি নন৷ আর এই সড়কের এই দুরবস্থার জন্য বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা৷ এই অবস্থায় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরী বৈঠক ডাকা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ছাড়াও বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বৈঠকের পর কোন আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি৷ আর যোগাযোগ মন্ত্রী চলে যান গাজীপুরে সড়ক পরিদর্শনে৷ সেখান থেকে তিনি টেলিফোনে জানান সড়ক মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে৷
তিনি জানান অর্থ মন্ত্রণালয় কালকের মধ্যে টাকা ছাড় না করলেও তারা নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করতে পারবেন৷ তার দাবি, সড়ক-মহাসড়কের যতই দুরবস্থা হোকনা কেন, এখনো যানবাহন চলাচলের অনুপযোগী হয়নি৷ কারণ যেখানে বিআরটিসির বাস চলে সেখানে বেসরকারী বাস চলতে অসুবিধা হওয়ার কথা নয়৷ যোগাযোগমন্ত্রী বৈঠকে জানান, দেশে ২ হাজার ৩৫০ কি.মি সড়কের অবস্থা খুবই খারাপ৷ এর মধ্যে ৩৫০ কিমি জাতীয় মহাসড়ক এবং এবং ৫৩০ কি.মি আঞ্চলিক সড়ক রয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন