পরিবেশ নিয়ে উদ্বিগ্ন জার্মান তরুণরা
পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী আন্দোলন চলছে৷ পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ দরকার বলে মনে করেন জার্মান তরুণরা৷
স্কুলে আন্দোলন
‘‘তোমরা যদি এভাবে পরিবেশের বিপর্যয় ঘটাও তাহলে আমরা পড়াশুনা করে কী করব’’, এ প্রশ্নটিই সামনে এনেছেন জার্মান শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণরা৷ সপ্তাহের প্রতি শুক্রবার এ বিষয়ে প্রতিবাদের কথা ভাবছেন তাঁরা৷
ভাবার সময় নেই!
পরিবেশ বিষয়ে প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনার শর্ত পূরণে ভাবার আর সময় নেই৷ তা বাস্তবায়নের কাজে এখনি নেমে পড়তে হবে, বলছেন সবাই৷
নির্বাচনেও প্রভাব তরুণদের
শুধু আন্দোলনেই সীমাবদ্ধ নেই এই তরুণদল৷২০১৯ সালের ইউরোপিয়ান কমিশনের নির্বাচনে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সি তরুণদের শতকরা ৩৪ ভাগ পরিবেশবান্ধব রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন৷
রাস্তায় আন্দোলন
তরুণদের বেশ কয়েটি সংগঠন রয়েছে জার্মানিতে, যেগুলো পরিবেশ সুরক্ষায় সক্রিয়৷ এর মধ্যে একটি হলো ‘এন্ড অব টিরেইন’৷ কয়েক বছর আগে কয়লা উত্তোলনের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল সংগঠনটির হাজার হাজার তরুণ৷
‘আমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে’
তরুণদের প্রথম লক্ষ্য হলো প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নিঃসরণের হার কমিয়ে আনতে সরকারকে প্রভাবিত করা৷ এ আন্দোলনে সমর্থন দিচ্ছে তাঁদের বাবা, মা, স্কুল শিক্ষসহ অনেকেই৷ তাঁদের আরো দাবি হলো, দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো ২০৩০ সালের মধ্যে বন্ধ করা৷