পরিবেশ বান্ধব মুদ্রা ব্রিস্টল পাউন্ড?
১৭ আগস্ট ২০১৯গোটা বিশ্বের বেশিরভাগ জনপদই এখন পরিবেশ সচেতন৷ সেই ধারাবাহিকতায় ব্রিস্টল শহরে স্থানীয় মুদ্রা চালু করেছে গ্রিন পার্টি৷ অর্গানিক শাকসবজি নির্ভর শহরটিতে মুদ্রাটির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে৷ এক কফি বিক্রেতা বললেন, ‘‘আপনি যদি অর্থনীতির কথা বলেন, তবে কোথাও যদি অর্থ রাখেন সেই অর্থ চারপাশ ঘুরে আসে৷''
শহরটির একটি খামারের প্রশিক্ষক সারাহ ফ্লিন্ট বলেন, ‘‘দিনে দিনে এর পরিসর বাড়ছে৷ মানুষও ভাবছে তাঁরা একটি মুদ্রা পেয়েছে, যা স্থানীয় পরিসরে ব্যবহার করতে পারে৷''
বিতণ্ডা থেকে অনুপ্রেরণা
পরিসর এখনো অনেক ছোটো৷ হাজার দুয়েক মানুষ মিলে ব্যবহার করছে এই মুদ্রা৷ ব্রিস্টল পাউন্ড তৈরির একজন কারিগর হলেন সিরিয়ান মান্ডি৷ তিনি বলেন, একটি সবুজ আচ্ছাদিত সমাজের স্বপ্ন পূরণে অবকাঠামোতে পরিবর্তন আনতে হয়, কিছু বদল দরকার মানুষের আচরণেও৷
খাদ্য ও অন্য পণ্যের স্থানীয়করণ এবং বিশ্বজুড়ে পণ্য পরিবহনের বদলে এনার্জি সাশ্রয় এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রয়োজন বলে মনে করেন তিনি৷ এসব চিন্তা থেকেই ব্রিস্টল পাউন্ডের জন্ম, বললেন মান্ডি৷ ২০১১ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন ‘টেসকো'-এর একটি শাখা খোলাকে কেন্দ্র করে স্টোকস ক্রফটের বাসিন্দাদের সঙ্গে বিতণ্ডা শুরু হয়৷ সেই বিতণ্ডার মধ্যেই এক বিজ্ঞপ্তি দিয়ে মুদ্রাটি চালু করা হয়৷
চলমান প্রক্রিয়া
দোকানের সংখ্যার হিসেবে গ্লুচেস্টারকে যুক্তরাজ্যের দীর্ঘ সড়ক বলা হয়৷ বেশিরভাগ দোকানি স্থানীয় মুদ্রা ‘ব্রিস্টল পাউন্ড' দিয়ে বিকিকিনির কাজটি সারেন৷ তবে সব বাসিন্দারা এই মুদ্রা ব্যবহারে এখনো অভ্যস্ত নন৷ শহরটিতে সদ্য আসা ক্যারলোটা জানালেন, ‘‘ভেবেছি বিষয়টি নিয়ে৷ কিন্তু নিত্যদিনের নানা ঝুট ঝামেলায় এখনও স্থানীয় মুদ্রার ব্যবহারটা হয়ে উঠেনি৷''
তাঁর বন্ধু ফাতিমা জানালেন, মুদ্রাটি নিতে হলে আগে জানতে হবে কোথায় পাওয়া যায়? আবার অনেকে এই মুদ্রা সম্পর্কে বেশ সচেতন৷ লরা জানালেন, ‘‘যেভাবেই হোক আমি আমাদের নিজস্ব মুদ্রায় পণ্য কিনি৷''
শহরের অনেক দোকানি আর ব্যবসায়ীরা মুদ্রাটি ব্যবহার শুরু করেছে৷ পাশাপাশি ব্রিটিশ সিটি কাউন্সিলের কর্মীরাও যাতে এই মুদ্রা ব্যবহার শুরু করে তার পক্ষে জনমত বাড়ছে৷ ২০১২ থেকে ২০১৬ সাল মেয়াদে তৎকালিন মেয়র জর্জ ফার্গুসন নিজের পারিশ্রমিকটা ব্রিটিশ পাউন্ডের পরিবর্তে ব্রিস্টল পাউন্ডে নিতেন৷
প্রতিষ্ঠাতারা বলছেন, ২০১৫ সালে মুদ্রাটির কারণে ‘ইউরোপীয় গ্রিন ক্যাপিটাল' খেতাব জিতেছে ব্রিস্টল৷ স্থানীয় মুদ্রা গবেষক কোকো কান্টার্স বলেন, ব্রিস্টল পাউন্ড ইউরোপের সবচেয়ে বড় এবং প্রাতিষ্ঠানিক স্থানীয় মুদ্রা৷
যুক্তরাজ্যের লুইস ও টটনেস, যুক্তরাষ্ট্রের এক্সেটার ও বাল্টিমোর এবং গ্রিসের কয়েকটি স্থানে স্থানীয় মুদ্রার প্রচলন রয়েছে৷
মেলিসা চেমিম/টিএম