পরিবেশ সুরক্ষায় ইউরোপের দৃঢ় পদক্ষেপ
১১ ডিসেম্বর ২০২০১৯৯০ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো, ২০৩০ সাল নাগাদ সেই মাত্রা থেকে ৫৫% কমিয়ে আনা হবে, রাতভর আলোচনার পর শীর্ষ সম্মেলনে শুক্রবার এই সিদ্ধান্তে উপনীত হন ইইউ নেতারা৷
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা টুইট করে সিদ্ধান্তের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ইইউ জলবায়ু চুক্তির প্রথম বর্ষপূর্তি উদযাপনের এর চেয়ে ভালো উপায় হতে পারে না!
‘‘২০৩০ সালের মধ্যে ইউরোপ ৫৫% কার্বন নিঃসরণ কমাবে৷ এর মধ্য দিয়ে ২০৫০ সাল নাগাদ আমাদের জলবায়ু নিরপেক্ষ হবার পথ আরো সুগম হলো,’’ বলেন উরসুলা৷
সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট শার্ল মিশেলও৷ ‘‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপ নেতৃত্ব দিচ্ছে,’’ টুইট করেন মিশেল৷
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া আলোচনা চলে দশ ঘণ্টার বেশি৷ গেল সেপ্টেম্বরে ৪০ ভাগ কার্বন নিঃসরণ কমাবার প্রস্তাব করা হয়৷ তখন এই জোটের কয়েকটি সদস্যরাষ্ট্র প্রস্তাবের বিরোধিতা করে৷
পোল্যান্ডের নেতৃত্বে মধ্য ইউরোপের জ্বালানি কয়লার ওপর নির্ভরশীল কয়েকটি দেশ এই পরিবর্তনের আর্থিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে৷ সবুজ জ্বালানিতে পরিবর্তনে যে বিপুল বিনিয়োগ দরকার, তার গ্যারান্টি চায় তারা৷ সব পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত ৫৫% কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একমত হন ইইউ নেতারা৷
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউ থেকে একধাপ এগিয়ে ২০৩০ সাল নাগাদ ১৯৯০ সালের চেয়ে ৬৮% কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছেন৷
পাঁচ বছর আগে ফ্রান্সের প্যারিসে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে এই শতকের শেষ নাগাদ পৃথিবীর উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়৷ প্যারিস চুক্তি বলে পরিচিত সেই সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের শেষ নাগাদ চুক্তির আওতাধীন প্রত্যেক দেশের নিজ নিজ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করার কথা৷
জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)