পরিস্থিতির আরও অবনতি ঘটছে আইভরি কোস্টে
২৩ ডিসেম্বর ২০১০জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত ১৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৭৩ জন মানুষের মারা যাওয়ার খবর দিয়েছে৷ মানাবাধিকার দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭৩ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এছাড়া প্রায় ৪৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ২৪ জন নিখোঁজ রয়েছে৷ জাতিসংঘের মানাবাধিকার দপ্তরের উপপ্রধান কিউং হুয়া কাং আজই একথাগুলো বলেছেন৷
তিনি আরো জানান, দুর্ভাগ্যবশত এই ঘটনাগুলো তদন্ত করে দেখার কোন সুযোগ আমাদের নেই কারণ দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে৷ তিনি বলেন, গণকবরের কথাও আমরা শুনেছি কিন্তু কোন কিছুই খতিয়ে দেখা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়৷
ইউরোপীয় ইউনিয়ন, প্রোসিডেন্ট লোরোঁ বাগবোকে ক্ষমতা থেকে অবিলম্বে সরে আসতে বলেছে৷ তবে বাগবো ক্ষমতা ছাড়তে নারাজ৷ সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে লোরোঁ বাগবোর পেছনে৷
ইউরোপীয় নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ
ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ তাদের নাগরিকদের আইভরি কোস্ট ত্যাগের নির্দেশ দিয়েছে৷ ফ্রান্সের সরকারি মুখপাত্র ফ্রাঁসোয়া বারোয়াঁ জানিয়েছেন, প্রায় পনেরশো ফরাসি নাগরিক আইভরি কোস্টে রয়েছে৷ তাদের ঐদেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে৷
একই পরামর্শ দেয়া হয়েছে জার্মান নাগরিকদের উদ্দেশ্যে৷ বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বার্তায় জার্মান নাগরিকদের আইভরি কোস্ট ত্যাগ করতে বলা হয়৷ এই মুহূর্তে আইভোরি কোস্টে ভ্রমণের জন্যও নিষেধ করা হচ্ছে সবাইকে৷ ব্রিটেনও তার নাগরিকদের আইভোরি কোস্ট ত্যাগের পরামর্শ দিয়েছে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক