নতুন ডাইনোসরের চিহ্ন
৭ মার্চ ২০১৪‘জুরাসিক পার্ক' ছবির কল্যাণে ডাইনোসর আজ আরও পরিচিত হয়ে উঠেছে৷ কিন্তু তাদের সম্পর্কে আমাদের সব কিছু এখনো জানা হয়নি৷ এই যেমন সম্প্রতি পর্তুগালে একেবারে নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে৷ নাম – টোরভোসরাস গুরনেয়ি৷ টিরানোসরাস এক্স-এর মতো চরিত্রের এই ডাইনোসর প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াতো৷ ইউরোপে এর আগে এত বড় আকারের ডাইনোসরের খুঁজে পাওয়া যায় নি৷ জুরাসিক যুগের অন্যান্য প্রাণীদের মধ্যেও এত বড় ডাইনোসর পাওয়া কঠিন৷
টোরভোসরাস টিরানোসরাস এক্স-এরও ৮ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতো৷ ভয়ংকর হিংস্র এই প্রাণীর সামনে বাকিরা অসহায় বোধ করতো৷ মাংসাশী এই প্রাণী দু'পায়ের উপর দাঁড়িয়ে থাকতো৷ দাঁত ছিল ব্লেডের মতো ও প্রায় ১০ সেন্টিমিটার লম্বা৷ বিজ্ঞানীদের ধারণা, এদের উচ্চতা ১০ মিটার পর্যন্ত হতে পারতো৷ ওজন ৪ থেকে ৫ টন৷
এর আগে উত্তর অ্যামেরিকায় টোরভোসরাস টানেরি নামের যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে, তাদের সঙ্গে পর্তুগালের টোরভোসরাস গুরনেয়ির মিল রয়েছে, হয়ত আত্মীয়তাও ছিল বলে মনে করা হচ্ছে৷ তবে দুই মহাদেশে এদের বিবর্তন আলাদাভাবে হয়েছে৷
বিচ্ছিন্নভাবে নতুন এই ডাইনোসর প্রজাতির জীবাশ্মের আবিষ্কার বেশ সাড়া ফেলেছে৷ কিন্তু এর একটা অন্য মাত্রাও রয়েছে৷ জুরাসিক যুগের ‘ফুড চেন' বা খাদ্য-খাদকের শৃঙ্খলা সম্পর্কেও এবার নতুন করে ভাবনা-চিন্তা করতে হবে৷ মাংসাশী এই দৈত্য সমসাময়িক নিরামিশাষী সরোপড জাতীয় ডাইনোসরকে অনায়াসে খেয়ে ফেলতো৷ এছাড়া দুই মহাদেশে ডাইনোসারদের বিবর্তনের তুলনামূলক বিশ্লেষণের কাজও কয়েক ধাপ এগিয়ে গেলো বলে বিজ্ঞানীরা মনে করছেন৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)