পর্ন তারকার তথ্য গোপন-কাণ্ডে আদালতে ট্রাম্পের একদিন
মুখ বন্ধ রাখতে সাবেক পর্ন তারকাকে ঘুস দেয়ার অভিযোগে মামলা হয়েছিল আগেই৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প সেই মামলার শুনানিতে আদালতে গিয়েছিলেন মলিন মুখে...
ট্রাম্প টাওয়ার থেকে আদালতের পথে
সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দিয়ে সেই তথ্য গোপন রাখার অভিযোগের মামলায় সোমবার আদালতে যান ডনাল্ড ট্রাম্প৷ ছবিতে ম্যানহাটনের আদালতের উদ্দেশ্যে ট্রাম্প টাওয়ার থেকে বের হতে দেখা যাচ্ছে তাকে৷
আদালতে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দিয়েছিলেন৷ পুরো বিষয়টি গোপন রাখতে ব্যবসায়িক তথ্য সংরক্ষণে জালিয়াতির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে৷ ছবিতে আইনজীবী টড ব্ল্যাঞ্জের সঙ্গে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে প্রবেশ করতে দেখা যাচ্ছে তাকে৷
শান্ত, নীরব ট্রাম্প
২০১৬-র নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য গোপনের জন্য বিপুল অঙ্কের অর্থ দিয়ে থাকলেও তখন তার বিরুদ্ধে এ অভিযোগ ওঠেনি৷ বরং সেই নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হিসেবে ঘটনাবহুল এক মেয়াদ পূর্ণ করেছিলেন৷ তার বিরুদ্ধে প্রথমে গোপনে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন নিউ ইউয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ ছবিতে ম্যানহাটনের ফৌজদারি আদালতে নীরব শ্রোতা ট্রাম্প৷
সাংবাদিকদের মুখোমুখি
স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়ার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন ট্রাম্প৷ সোমবার আইনজীবীও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে নির্দোষ প্রমাণের জন্য তথ্য এবং যুক্তি উপস্থাপন করেন৷ ছবিতে সোমবারের শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি ট্রাম্প৷
পাল্টা অভিযোগ
মামলাটিকে প্রথম থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন ডনাল্ড ট্রাম্প৷ আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট নির্বাচন৷ সেই নির্বাচনে আবার রিপাব্লিকান দলের প্রার্থী ট্রাম্প৷ নির্বাচনি প্রচারণায় ভীষণ ব্যস্ত থাকার সময়েই আদালতে হাজিরা দিতে হলো তাকে৷ এ নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ৭৭ বছর বয়সি ট্রাম্প৷
মামলার সম্ভাব্য পরিণাম
মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে৷ তবে জরিমানা দিয়ে কারাবাস এড়ানোর সুযোগও পেতে পারেন ডনাল্ড ট্রাম্প৷