পর্নহাব বন্ধের দাবিতে অনলাইন পিটিশন
১২ মার্চ ২০২০অনলাইন পিটিশন সাইট চেইঞ্জডটঅর্গে পর্ন বিষয়ক ওয়েবসাইট পর্নহাব বন্ধের এবং সাইটটির মালিকদের বিচারের দাবিতে একটি পিটিশন চালু করা হয়েছে৷ ইতোমধ্যে সাড়ে চারলাখের বেশি মানুষ পিটিশনটিতে স্বাক্ষর করেছেন৷
পিটিশনকারী লায়লা মিকেলওয়েটের অভিযোগ, বিশ্বের সবচেয়ে বড় পর্ন ওয়েবসাইটটিতে যৌন নির্যাতনের ভিডিও প্রকাশ করা হচ্ছে৷ আর এই বিষয়ে সাইটটির কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না৷ এমনকি সাইটটি মানবপাচারে সহায়তা করছে বলেও অভিযোগ তাঁর৷
২০১৯ সালে পর্নহাবে ভিজিটের সংখ্যা ছিল ৪২ বিলিয়ন অর্থাৎ প্রতিদিন সাড়ে ১১ কোটি ভিজিট হয় ওয়েবসাইটটিতে৷ গতবছর সাইটটিতে প্রকাশিত এডাল্ট ভিডিওর সংখ্যা ছিল ৬০ লাখ৷ যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন সাইটটিতে গত তিনবছরে অন্তত ১১৮টি শিশু যৌন নিগ্রহের ভিডিওর সন্ধান পেয়েছে৷
পর্নহাবের বিরুদ্ধে এরকম অভিযোগ আরো রয়েছে৷ গত বছর ১৫-বছর বয়সি এক কিশোরীর সন্ধান পাওয়া যায় পর্নহাবে যিনি প্রায় এক বছর ধরে নিখোঁজ ছিলেন৷ বিভিন্ন এডাল্ট ভিডিওতে তাকে ব্যবহার করা হচ্ছিল৷ এছাড়া ‘অ্যামেচার' তালিকায় সাইটটিতে অনেক ভিডিও প্রকাশের অভিযোগ রয়েছে যেগুলোতে থাকা ব্যক্তিদের অনুমতি নেয়া হয়নি কিংবা অন্যকোন উদ্দেশ্যে সেসব ভিডিও তৈরি করে সাইটটিতে প্রকাশ করা হয়েছিল৷ অনেকক্ষেত্রে দেখা গেছে, এধরনের কন্টেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করা হলেও তা পুরোপুরি সরাতে ব্যর্থ হয়েছে পর্নহাব৷
পিটিশনকারী লায়লা মিকেলওয়েট মনে করেন, তাঁর করা পিটিশনের ফলে পর্নহাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে একইরকম অন্যান্য সাইটের ক্ষেত্রেও সেটা এক উদাহরণ হবে৷
পর্নহাব অবশ্য দাবি করেছে যে যেকোন ধরনের অবৈধ কন্টেন্ট মুছে ফেলতে সাইটটি সদা সচেষ্ট রয়েছে৷ এক্ষেত্রে গাফিলতির যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয় বলেও দাবি করেছে পর্নহাব৷
এমিলি গর্ডাইন / এআই