পর্যটক ভয়ংকর!
১৭ আগস্ট ২০১৭‘ভিডিওটি দেখলেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা ভয় নেমে যায়৷' এভাবেই ঘটনাটিকে ব্যাখ্যা করছিল একটি আন্তর্জাতিক গণমাধ্যম৷ চীনের উত্তর পূর্ব অঞ্চলের হুয়াশান পর্বতকে ধরা হয় হাইকিংয়ের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ংকর পথ৷
পিপলস ডেইলি চায়নার ফেসবুক ভেরিফাইড পেজে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, এক নারী খুব সরু ও খাড়া রাস্তা ধরে নেমে যাচ্ছেন৷ যদিও দু'পাশে শিকল লাগানো রেলিংয়ের মতো আছে, তারপরও উপর থেকে তোলা এই ভিডিওটি দেখতে খুবই বিপদজনক৷
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPeoplesDaily%2Fvideos%2F1634488413269636%2F&show_text=0&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
এই পর্বতটির পাঁচটি চূড়া আছে৷ এটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান৷ সর্বোচ্চ চুড়ার উচ্চতা ৭,০০০ ফিট৷
ভিডিওটি পোস্ট করার দু'দিনের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়৷ অনেকেই আতঙ্কিত হয়ে কমেন্ট করেন৷ একজন লিখেছেন, ‘‘এটা কি সত্য? আমার শিরদাঁড়া ঠান্ডা হয়ে আসছে৷''
আরেকজন মন্তব্য করেছেন, ‘‘কত উপরে উঠেছেন এনারা? বেঁচে আছেন তো?''
লি নামে একজন লিখেছেন,‘‘হায় ঈশ্বর, এটা কি দোযখ?''