1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটকদের কাছে ইউরোপের আকর্ষণ বাড়ছে

৩ মে ২০১৭

ইউরোপে থাকার অন্যতম সুবিধা হলো চটজলদি কোনো শহর দেখার সুযোগ৷ উন্মুক্ত সীমা ও আকাশপথে সামান্য দূরত্বের সুযোগ নিয়ে অনেক মানুষ সপ্তাহান্তে চটজলদি প্যারিস, ভিয়েনা, বার্লিন অথবা প্রাগ দেখে আসতে পারেন৷

https://p.dw.com/p/2cGDz
Deutschland Hamburg - Elbphilharmonie Revisted
২০১৭ সালে ফিলহার্মোনিক অর্কেস্ট্রা ভবন চালুর পর জার্মানির হামবুর্গ শহর আরও আকর্ষণীয় হয়ে উঠেছেছবি: DW/A. Drechsel

ইউরোপে বিচিত্র দেশ দেখার সুযোগ

পিসা শহরের হেলে পড়া টাওয়ারের শোভা দেখার মজা, আমস্টারডাম শহরের খালপথে নৌকায় করে বেড়ানো, বার্লিনের ক্লাবে রাতের আনন্দ নেওয়া অথবা অসলো শহরের নতুন অপেরা ভবন দেখা – ইউরোপের শহরগুলির মধ্যে বৈচিত্রের অভাব নেই৷ এই বৈচিত্র ও বিভিন্ন শহরের মধ্যে সহজেই যাতায়াতের সুবিধার ফলে পর্যটন ক্ষেত্র ফুলে-ফেঁপে উঠছে৷

২০১৭ সালে নতুন ফিলহার্মোনিক অর্কেস্ট্রা ভবন চালু হবার পর জার্মানির উত্তরে হামবুর্গ শহর আরও আকর্ষণীয় হয়ে উঠেছে৷ পর্যটন বিশেষজ্ঞ উলরিশ রাইনহার্ট জানেন, বিভিন্ন শহরে দেখার কী আছে৷ ফাউন্ডেশন ফর ফিউচার স্টাডিজের স্বত্বাধিকারী উলরিশ রাইনহার্ট বলেন, ‘‘গত দশ-পনেরো বছর ধরে ইউরোপের শহরগুলিতে ভ্রমণের প্রবণতা বেড়েই চলেছে৷ প্রতি বছর আরও বেশি মানুষ বড় শহরগুলিতে বেড়াতে যাচ্ছেন৷ শুধু রাজধানী নয়, মাঝারি ও ছোট মাপের শহরগুলিও ইউরোপের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে৷’’

চমকপ্রদ অট্টালিকা, নদীর আকর্ষণ ও রোমাঞ্চকর ইতিহাসের কারণে এখনো পর্যন্ত লন্ডন ও প্যারিস তালিকার শীর্ষে রয়েছে৷ সন্ত্রাসী হামলা বা ব্রেক্সিট নিয়ে দুশ্চিন্তা সত্ত্বেও পর্যটকরা দমে যাবার পাত্র নন৷ সেতুগুলির স্থাপত্যশৈলি কাউকে টানে, নোত্র দাম গির্জার ঘণ্টা কারো মন মাতায়৷

পূর্ব ইউরোপের শহরগুলির জনপ্রিয়তাও বাড়ছে৷ বেলগ্রেড শহরের নতুন সাংস্কৃতিক পরিবেশের আকর্ষণ কম নয়৷ স্থাপত্যশৈলী ও উষ্ণ প্রস্রবণের কারণে বুদাপেস্ট পর্যটকদের মন মাতায়৷ উলরিশ রাইনহার্ট বলেন, ‘‘এই মুহূর্তে গেডানস্ক থেকে বেলগ্রেড পর্যন্ত অনেক শহর পর্যটকদের কাছে আকর্ষণীয়৷ বুদাপেস্ট ও বুখারেস্টও কম যায় না৷ বিশেষ করে তরুণ প্রজন্ম সেখানে ঘনঘন যাচ্ছে, কারণ, সেখানে তাদের দারুণ অভিজ্ঞতা হচ্ছে৷ মোটকথা যেখানেই তরুণ প্রজন্ম সক্রিয়, সেখানেই বাকিরা অংশ নিতে ছুটে যাচ্ছে৷’’ 

পর্যটকরা শুধু রেড ওয়াইন চেখে দেখতে ফ্রান্সের বর্দো শহর যাচ্ছেন না৷ সম্প্রতি সেখানে এক ইন্টারঅ্যাক্টিভ ওয়াইন মিউজিয়াম চালু হয়েছে৷ তার আকর্ষণে আরও পর্যটক আসবেন বলে আশা করা হচ্ছে৷ অস্ট্রেলিয়ার বিখ্যাত ভ্রমণ সংক্রান্ত প্রকাশনী ‘লোনলি প্ল্যানেট’ ২০১৭ সালে বর্দো শহরকে ইউরোপের সেরা গন্তব্য হিসেবে তুলে ধরছে৷ তবে একটি সূত্র অনুযায়ী মার্কিন পর্যটকদের কাছে ইটালির ফ্লোরেন্স শহর সবচেয়ে প্রিয় গন্তব্য৷ ফাউন্ডেশন ফর ফিউচার স্টাডিজ প্রো. উলরিশ  রাইনহার্ট বলেন, ‘‘একটি বিশেষ প্রজন্ম ইউরোপের শহরগুলি ভ্রমণ করতে পছন্দ করে৷ বিশেষ করে সন্তানহীন দম্পতিদের জন্য এমন ভ্রমণ বেশ আকর্ষণীয়৷ অনেক বয়স্ক ও কমবয়সিও এই সব শহর দেখতে যাচ্ছেন৷’’

শহর ঘুরে দেখানোর ভিন্ন স্বাদের ট্যুরগুলির জনপ্রিয়তা বাড়ছে৷ যেমন খোলা গাড়িতে বসে বার্লিনের দ্রষ্টব্য স্থানগুলির পাশ দিয়ে চলে যাবার মজাই আলাদা৷ রোম শহরে ভেসপা স্কুটারে চেপে শহরের পুরানো অংশের সরু অলিগলি চষে বেড়ানো যায়৷ বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে বুদাপেস্ট শহরের ‘উভচর’ বাসের সাইটসিয়িং ট্যুর৷ ড্যানিউব নদী থেকে শহরের পথঘাট দেখা যায় একই যানে চেপে৷ প্রো. রাইনহার্ট বলেন, ‘‘সপ্তাহান্তের বেড়ানোর গন্তব্য হিসেবে শহর-দর্শন বেশি দেখা যায়৷ অর্থাৎ হাতে দুই, বড়জোর তিন রাত সময় থাকে৷ গ্রীষ্মের ছুটির মতো ১০, ১২ বা ১৪ দিন বা আরও বেশি সময় পাওয়া যায় না৷ তাই এমন শহর ভ্রমণ বাড়তি ছুটি হিসেবে ভালো, তবে আসল লম্বা ছুটির বিকল্প নয়৷’’

শহর ভ্রমণ করার সময় পর্যটকরা অনেক কিছু করতে চান৷ মিউজিয়াম দেখা তার মধ্যে পড়ে, যেমন আমস্টারডাম শহরের রাইক মিউজিয়াম৷ অথবা ভিয়েনা শহরের বিখ্যাত নাগরদোলায় চাপার মজাই আলাদা! কোপেনহেগেন শহরে অত্যাধুনিক অ্যাকোয়ারিয়াম-এ প্রায় ২০,০০০ মাছ আছে৷ ইউরোপের উত্তরাঞ্চলে সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম এটি৷ ইউরোপের শহরগুলিতে ভবিষ্যতেও পর্যটকদের ঢল বাড়বে, বই কমবে না৷

সুসানে ডাউস/এসবি