1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটন শিল্পের বিকাশে আন্তর্জাতিক মেলা

১৭ জুলাই ২০০৯

বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে দেশটি এবার আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করতে যাচ্ছে৷ দেশটির প্রকৃতির বিচিত্র সব দিক তুলে ধরতে নেপাল, থাইল্যান্ড ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে এই মেলা৷

https://p.dw.com/p/IrXR
ছবি: DW / Golam Mustofa Sarowar

বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রী গোলাম মুহম্মদ কাদের বৃহস্পতিবার বাংলাদেশে থাই দূতাবাস আয়োজিত পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন৷

তিনি এসময় বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জানান৷ তিনি বলেন, পর্যটকরা যেন নিরাপদে বাংলাদেশ ভ্রমণ করতে পারে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ৷

মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশী পর্যটকের সংখ্যা বাড়াতে দেশটিতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আনার কথাও চিন্তা করছে সরকার৷ যেমন বর্তমানে ৪৫ টি দেশের পর্যটকরা বাংলাদেশে অবতরণ ভিসা পেয়ে থাকেন৷ যার সংখ্যা বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী৷

বর্তমানে বাংলাদেশ সরকার দেশটিতে একটি পর্যটন নীতিমালা প্রণয়নের চেস্টা করছে৷ ইতোমধ্যেই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে এটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে৷

বর্তমানে পৃথিবীর দীর্ঘতম সুমদ্র সৈকত এবং সর্ববৃহত ম্যানগ্রোভ বন থাকা সত্ত্বেও খুব বেশি বিদেশী পর্যটকদের আকর্ষণ করতে পারছেনা বাংলাদেশ৷ এর জন্য দেশটির নাজুক অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে থাকে অনেকেই ৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার