পর্যটন শিল্পের বিকাশে আন্তর্জাতিক মেলা
১৭ জুলাই ২০০৯বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রী গোলাম মুহম্মদ কাদের বৃহস্পতিবার বাংলাদেশে থাই দূতাবাস আয়োজিত পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন৷
তিনি এসময় বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জানান৷ তিনি বলেন, পর্যটকরা যেন নিরাপদে বাংলাদেশ ভ্রমণ করতে পারে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ৷
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশী পর্যটকের সংখ্যা বাড়াতে দেশটিতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আনার কথাও চিন্তা করছে সরকার৷ যেমন বর্তমানে ৪৫ টি দেশের পর্যটকরা বাংলাদেশে অবতরণ ভিসা পেয়ে থাকেন৷ যার সংখ্যা বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী৷
বর্তমানে বাংলাদেশ সরকার দেশটিতে একটি পর্যটন নীতিমালা প্রণয়নের চেস্টা করছে৷ ইতোমধ্যেই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে এটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে৷
বর্তমানে পৃথিবীর দীর্ঘতম সুমদ্র সৈকত এবং সর্ববৃহত ম্যানগ্রোভ বন থাকা সত্ত্বেও খুব বেশি বিদেশী পর্যটকদের আকর্ষণ করতে পারছেনা বাংলাদেশ৷ এর জন্য দেশটির নাজুক অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করে থাকে অনেকেই ৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আবদুস সাত্তার