পর্যটন সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ
বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্প্রতি ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক ২০২৪’ প্রকাশ করেছে৷ এতে ১১৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯ নম্বরে৷ দক্ষিণ এশিয়ায় সবার পরে আছে বাংলাদেশ৷
ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক ২০২৪
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ ২১ মে এই সূচক প্রকাশ করে৷ যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয় এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল৷ নিজস্ব তথ্য ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য একত্র করে মোট ১১৯টি দেশের সূচক প্রকাশ করেছে ডাব্লিউইএফ৷
বাংলাদেশের অবস্থান
১১৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম৷ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শেষে৷
দক্ষিণ এশিয়ার অন্যদের অবস্থান
এই অঞ্চলের পাঁচটি দেশের সূচক প্রকাশ করেছে ডাব্লিউইএফ৷ বাংলাদেশ ছাড়া বাকিগুলো হলো ভারত (৩৯), শ্রীলঙ্কা (৭৬), পাকিস্তান (১০১) ও নেপাল (১০৫)৷
শীর্ষে যারা
এই সূচকে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র৷ এরপর ক্রমান্বয়ে আছে স্পেন, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাজ্য, চীন, ইটালি ও সুইজারল্যান্ড৷
তলানিতে যারা
বাংলাদেশের পরের অবস্থানগুলোতে ক্রমান্বয়ে আছে জিম্বাবুয়ে, হন্ডুরাস, নাইজেরিয়া, বেনিন, আইভোরিকোস্ট, মালাউয়ি, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, সিয়েরা লিওন ও মালি৷
বিবেচ্য বিষয়
সহায়ক পরিবেশ, ভ্রমণ ও পর্যটনবিষয়ক নীতি, অবকাঠামো ও সেবা, পর্যটন ও ভ্রমণের সম্পদ এবং দীর্ঘস্থায়ীত্ব- এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করেছে ডাব্লিউইএফ৷