পর্যটনে কেমন প্রভাব ফেলছে করোনা?
করোনা-আক্রান্ত দেশ থেকে আসা-যাওয়া করার বিষয়ে জারি হয়েছে নানা বিধি নিষেধ৷ বিস্তারিত ছবিঘরে...
সীমান্তে কড়া পাহারা
চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের সাথে জার্মানির সীমান্তে বসেছে কড়া পাহারা৷ ৯ মার্চ থেকে জার্মানিতে পুলিশের সাথে ডাক্তারদের একদল যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছেন৷ জার্মান সরকার চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইটালিতে যাওয়া নিয়ে আরো বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে৷
বিপদে ইটালি
৮ মার্চ থেকে উত্তর ইটালি থেকে সব ধরনের পথ বন্ধ রেখেছে সরকার৷ সেখানের দেড় কোটি বাসিন্দা বর্তমানে আটকে৷ মিলান, ভেনিসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটনস্থল রয়েছে ইটালির উত্তরাঞ্চলে৷ এই মুহূর্তে গোটা ইটালিতে বন্ধ রাখা হয়েছে সমস্ত জাদুঘর, সিনেমা হল ও থিয়েটার৷
সমুদ্রভ্রমণে ঝুঁকি
থাইল্যান্ড, মালয়শিয়ার মতো যে দেশগুলিতে সমুদ্রভ্রমণ বড় ভূমিকা পালন করে, সেখানে জারি হয়েছে বাড়তি সতর্কতা৷ বেশ কিছু ক্রুজ বা প্রমোদতরীকে ঘাটে ভিড়তে দেওয়া হচ্ছে না সংক্রমণের আশঙ্কায়৷ ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ৩ হাজার যাত্রীবাহী গ্র্যান্ড প্রিন্সেস তরীর মোট ১৯জনের শরীরে পাওয়া গেছে করোনা সংক্রমণ৷ প্রমোদতরী এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছে অনেকে৷
এশিয়াতে পর্যটনে বড় ধাক্কা
চীন থেকে এই ভাইরাস ছড়ানোর ফলে সেখানের পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত এসেছে৷ এছাড়া, কাম্বোডিয়াতেও কমেছে পর্যটকদের হার৷ ৯ মার্চ থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে যে ৪৪ শতাংশ কমেছে পর্যটকদের আসার হার৷
ভারতে কী কী বিশেষ বিধিনিষেধ?
করোনা-আক্রান্ত দেশগুলি থেকে ভারতে প্রবেশ করা নিয়ে জারি হয়েছে নানা কড়াকড়ি৷ শুধু তাই নয়, ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যেতে চাওয়া যাত্রীদের জানাতে হচ্ছে এর আগের দুই সপ্তাহের বিস্তারিত বিবরণ৷
বাংলাদেশ কী করছে?
করোনা-আক্রান্ত ১০২টি দেশের মধ্যে ৬৫টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে৷ ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বিদেশ থেকে আগত সকল যাত্রীকে স্ক্রিনিং করা হচ্ছে৷