পশ্চিমবঙ্গে পুলিশের ডিজি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন
১৮ মার্চ ২০২৪গত ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে আনা হয়েছিল রাজবী কুমারকে। এর আগে এক সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন তিনি। সারদা মামলায় তাকে জেরা করে সিবিআই। বস্তুত, তার বাড়িতে সিবিআই যাওয়ায় কলকাতার রাজপথে বিক্ষোভে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিছুদিনের জন্য সে সময় ফেরার ছিলেন রাজীব কুমার। তাকে নিয়ে সে সময় বহু বিতর্ক হয়েছিল।
নির্বাচনের ঠিক আগে তাকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে ফিরিয়ে আনে তৃণমূলের সরকার। বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘনিষ্ঠ আইপিএস অফিসারকে নিয়ে সে সময়েও বহু প্রশ্ন উঠেছিল।
গত শনিবার নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নিয়ম মতো এবার প্রতিটি রাজ্য নির্বাচনি কোড অফ কনডাক্টের মধ্যে ঢুকে পড়েছে। নির্বাচন কমিশন চাইলে রাজ্যগুলির কার্যপ্রণালীতে হস্তক্ষেপ করতে পারে। সেই ক্ষমতা ব্যবহার করেই রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিবকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
এসজি/জিএইচ (এএনআই)