রোহিঙ্গা ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার
১২ নভেম্বর ২০১৮দেশটির সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়েট এ রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, নৌকায় করে রোহিঙ্গাদের দু'টি ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হবে৷ পরবর্তীতে দ্বিতীয় ব্যাচে ২,০৯৫ জন রোহিঙ্গাকে সড়কপথে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি৷
এদিকে, প্রথম ব্যাচে ফেরত যাওয়াদের তালিকায় নাম থাকা ২০ জনের বেশি রোহিঙ্গা রয়টার্সকে জানিয়েছেন, উত্তর রাখাইনের যে অঞ্চল থেকে তাঁরা পালিয়ে এসেছেন, সেখানে যেতে তাঁরা অস্বীকৃতি জানাবেন৷
জাতিসংঘও মনে করছে, রোহিঙ্গাদের ফিরে যাওয়া এখনও নিরাপদ নয়, কারণ দেশটির বৌদ্ধরা তাঁদের ফিরে আসার বিরুদ্ধে বিক্ষোভ করছে৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর রবিবার এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গাদের ফেরত যাওয়ার আগে তাঁদের মিয়ানমারের পরিস্থিতি দেখার সুযোগ দেয়া উচিত৷ এবং তারপর ফেরত যাওয়ার ব্যাপারে তাঁদেরই সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া উচিত৷
বাংলাদেশের ত্রাণ ও প্রত্যাবর্তন বিষয়ক কমিশনার আবুল কালাম আশা করছেন, বৃহস্পতিবার প্রত্যাবর্তন শুরু হবে৷ তবে ‘‘কাউকে ফিরে যেতে বাধ্য করা হবে না,’’ বলে জানান তিনি৷
জেডএইচ/ডিজি (রয়টার্স)