1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশে হাজার টাকা ঘুস!

২ সেপ্টেম্বর ২০১০

যুবলীগ কর্মী ইব্রাহীমকে গুলি করা হয়েছে, দাবি করেছেন গাড়িচালক৷ রয়েছে চট্টগ্রামের কয়লা-বিদ্যুৎ প্রকল্পের স্থান নির্ধারণ নিয়ে প্রতিবেদন৷ এছাড়া থাকছে বাংলাদেশে দুই পাকিস্তানি ক্রিকেটারকে মাত্র এক হাজার টাকা ঘুস প্রদানের কথা৷

https://p.dw.com/p/P2Db
প্রস্তাব দেয়া হয়েছিল সাকিবকেও (ফাইল ফটো)ছবি: AP

যুবলীগ নেতা হত্যা

বৃহস্পতিবারের গণমাধ্যমে যু্বলীগ কর্মী ইব্রাহীম আহমেদের মৃত্যু নিয়ে আলোচনা দেখা যাচ্ছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিরোনাম করেছে, ‘ইব্রাহীমকে গুলি করে হত্যা করেছেন কামাল: পুলিশ'৷ কামাল হচ্ছে আওয়ামী লীগ নেতা ও সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক৷ শাওনের গাড়িতে গুলিবিদ্ধ হন ইব্রাহীম৷ কামালের দাবি, তিনি ইব্রাহীমকে গুলি করেছেন৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘এবার ইব্রাহীম খুন হওয়ার কথা বললেন গাড়িচালক'৷ তবে, গাড়িচালকের এই বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের মধ্যেই৷ কেননা, একেক সময় একেকধরণের কথা বলছে সে৷ এদিকে, সাংসদ নূরন্নবী চৌধুরী শাওন দাবি করেছেন, ড্রাইভার কামালের সঙ্গে দুষ্টামি করতে গিয়ে ইব্রাহিম দুর্ঘটনার শিকার হয়েছে৷

আনোয়ারায় কয়লা-বিদ্যুৎ প্রকল্প

দৈনিক কালেরকন্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম ‘সমীক্ষা ছাড়াই আনোয়ারায় কয়লা-বিদ্যুৎ প্রকল্পের স্থান নির্ধারণ, ঝুঁকিতে পড়বে বিমানবন্দর, সমুদ্রবন্দর, নৌ-বিমানঘাঁটি'৷ চট্টগ্রামের আনোয়ারার উপকূলবর্তী এলাকায় কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ১৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে৷ কিন্তু যে জায়গা এই প্রকল্পের জন্য বেছে নেয়া হয়েছে তা চট্টগ্রামের বিমানবন্দর, সমুদ্রবন্দরের খুব কাছে অবস্থিত৷ তাই, বিষয়টি পুর্নবিবেচনার দিকেই নজর কালেরকন্ঠের৷

‘এক হাজারে বিক্রি হয়েছিলেন দুই পাকিস্তানি!'

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম এই নিয়ে খবর প্রকাশ করছে৷ তবে, দৈনিক কালের কন্ঠ দিয়েছে ব্যতিক্রমী এক খবর৷ শিরোনাম, ‘এক হাজারে বিক্রি হয়েছিলেন দুই পাকিস্তানি!' পত্রিকাটির দাবি, ১৯৯৬-৯৭ মৌসুমে ঢাকার ঘরোয়া ক্রিকেট খেলতে আসা দুই পাকিস্তানি খেলোয়াড় মাত্র এক হাজার টাকার বিনিময়ে খারাপ খেলেছিলেন৷ এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম, ‘সাকিব-তামিমকেও প্রস্তাব দেয়া হয়েছিল'৷ এ বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে খেলার সময় বাজিকররা তাদের সঙ্গে যোগাযোগ করে৷ কিন্তু খেলোয়াড়রা বিষয়টি দ্রুত ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা