1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী হামলা, ১০ পুলিশ সদস্য নিহত

৬ মার্চ ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সিবি জেলায় পুলিশের একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত দশ পুলিশ সদস্য নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/4OIMU
Pakistan Selbstmordattetat tötet pakistanische Polizisten
বেলুচিস্তান প্রদেশের সিবি জেলায় সোমবার সকালে পুলিশের একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে৷ ছবি: MOHAMMAD ASLAM/AFP

সোমবার স্থানীয় সময় সকালের এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন৷  

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, একটি মোটারসাইকেলে চড়ে পুলিশের ট্রাকটির উপর হামলা চালানো হয়৷ হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷  

এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে বেলুচিস্তানের স্থানীয় ‘জঙ্গিগোষ্ঠী' হামলার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

পুলিশ কর্মকর্তা মাহমুদ নোতেনাজি জানান, সিবি জেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা দিতে ট্রাকে করে পুলিশের এই দলটি টহল দিচ্ছিল৷ এ সময় ট্রাকটি একটি ব্রিজের কাছে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহী আত্মঘাতী হামলা চালায়৷

গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিতে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানান তিনি৷ 

কয়েকশ বছর ধরে চলে আসা এই সাংস্কৃতিক অনষ্ঠানটি মূলত গ্রীষ্মকালের আগমন উপলক্ষে আয়োজন করে থাকে স্থানীয়রা৷

গত বছর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই অনুষ্ঠানটিতে যোগ দিতে গেলে তার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আইএস৷

এদিকে সোমবারের হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করতেই এমন হামলা চালানো হয়েছে৷ সন্ত্রাসবাদ নির্মূলে তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি৷

আরআর/এসিবি (এপিই)