পাকিস্তানে সরকার সমালোচক টিভি চ্যানেল বন্ধ
১০ আগস্ট ২০২২চ্যানেলটির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়৷
‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য প্রচারের অভিযোগ এনে চ্যানেলটি বন্ধ করে দেয় ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’৷ এ বিষয়ে এআরওয়াই কর্তৃপক্ষকে পাঠানো নোটিশটি দেখেছে বার্তা সংস্থা এএফপি৷ নোটিশে বলা হয় ‘‘আপনার চ্যানেলে প্রচারিত ঘৃণাপূর্ণ, রাষ্ট্রদ্রোহী ও বিদ্বেষপরায়ণ কন্টেন্ট আপনার অসৎ উদ্দেশ্য সম্পর্কে গুরুতর উদ্বেগ উত্থাপন করে৷’’
সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিফ অফ স্টাফ শাহবাজ গিলের একটি বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টা পর নোটিশটি পাঠানো হয়৷ ঐ বক্তব্যে গিল বলেন, সরকার ইমরান খান ও সেনাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে৷ সাধারণ সেনারা ইমরান খান ও তার দলকে সমর্থন করেন বলেও মন্তব্য করেন তিনি৷ গিল অভিযোগ করেন, পাকিস্তানের শাসক দল পিএমএল-এর একটি ‘স্ট্র্যাটেজিক মিডিয়া সেল’ ভুয়া খবর ছড়িয়ে ইমরান খানের ক্ষতি করার চেষ্টা করছে৷
গত সপ্তাহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে৷ এরপর অনলাইনে সামরিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়৷ এর জন্য শাসক দল ও ইমরান খানের দল একে অপরকে দায়ী করছে৷
গিলকে মঙ্গলবার আটক করা হয়েছে৷ বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে ডন পত্রিকা জানিয়েছে৷
গিলের আটককে ইমরান খান ‘অপহরণ’ বলে আখ্যায়িত করে টুইট করেছেন৷ টুইটে তিনি গিলের একজন সহকারীর বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ করেন৷ এতে গিলকে আটকের ঘটনা বর্ণনা করা হয়েছে৷ ঐ সহকারী তার গলায় আঘাতের চিহ্নও দেখিয়েছেন৷
এআরওয়াই চ্যানেলের উপ-প্রধান আমাদ ইউসাফ চ্যানেল বন্ধের সমালোচনা করে একে ‘অবৈধ ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানান তিনি৷
জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)