1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাগলাটে বাচ্চা মিকাহ

৩ আগস্ট ২০১৭

দৃশ্যমান কোনো কারণ ছাড়াই কেউ পাগলের মতো হাসতে পারে, এমন কাউকে চেনেন? আমরা কিন্তু একজনের কথা জানি৷ কে সে? জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি৷

https://p.dw.com/p/2hXzv
Screenshot - Kind Lacht beim zerreissen eins Job Ablehnbescheids
ছবি: YouTube/BruBearBaby

মিকাহর কথা মনে আছে নিশ্চয়ই৷ ঐ যে, কাগজ ছেঁড়ার শব্দে আট মাস বয়সের এক বাচ্চা হেসে কুটিকুটি৷ তেমন কিছু না ভেবেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেন মিকাহর বাবা৷

ইউটিউবে বাচ্চাদের এমন  অনেক ভিডিও থাকলেও মিকাহর হাসি দর্শকদের টানলো একটু বেশিই৷ ব্যাপক আগ্রহ দেখে একটা গোটা চ্যানেলই খুলে বসলেন মিকাহর বাবা৷

পরের ভিডিওগুলো এত জনপ্রিয় না হলেও তরতর করে বেড়েই চলেছে সেই প্রথম ভিডিওটির দর্শকসংখ্যা৷ ২০১১ সালে আপলোড করা ভিডিওটির ভিউ এখন ছাড়িয়েছে ৯ কোটি! চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯৬ হাজার৷

দিনে দিনে অবশ্য অনেক বেলা গড়িয়েছে৷ মিকাহর বয়স এখন সাত বছর৷ এখন তার মিষ্টি হাসির দায়িত্ব নিয়েছে ছোট দুই বোন, পাঁচ বছরের রুবি এবং তিন বছরের ম্যাইজি৷

সুন্দর হাস্যোজ্জ্বল পরিবারটিকে একনজর দেখতে ঘুরে আসতে পারেন ব্রুবিয়ারবেবি চ্যানেলটি

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান