1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাটনার বিস্ফোরণ কিসের ইঙ্গিত?

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৯ অক্টোবর ২০১৩

বিহারের পাটনা শহরের ধারাবাহিক বিস্ফোরণে রাজনৈতিক মহল উদ্বিগ্ন৷ সংসদ ও পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের আগে এই ধরণের বিস্ফোরণ কী বার্তা দিচ্ছে? এতে রাজনৈতিক মেরুকরণ কী বদলে যেতে পারে? চলেছে জল্পনা-কল্পনা৷

https://p.dw.com/p/1A7JO
A man injured in bomb blasts is carried by policemen for treatment outside the venue of a political rally in Patna, India, Sunday, Oct. 27, 2013. A series of small bomb blasts killed some people and injured dozens Sunday just hours before a campaign rally by the country¿s main opposition prime ministerial candidate Narendra Modi. (AP Photo) INDIA OUT
ছবি: picture-alliance/AP Photo

ভোটের মুখে বিহারে নির্বাচনি অভিযানে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত প্রথম ‘হুঙ্কার সমাবেশ''-এ ভাষণ দেবার আগে ও পরে পর পর সাতটি বিস্ফোরণ ঘটে৷ এর মধ্যে ছয়টি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গান্ধী ময়দান এবং আশেপাশের এলাকা, যেখানে লক্ষাধিক লোকের ভিড় হয়েছিল মোদীর ভাষণ শুনতে৷ বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ছয়জন, আহত শতাধিক৷

প্রাথমিক তদন্তে সন্দেহের ইঙ্গিত ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর দিকে৷ গোয়েন্দারা গত আগস্ট মাসে বুদ্ধগয়ার ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করছেন৷ এই সূত্রে আটক করা হয়েছে (আইএম )-এর জনা তিনেক ব্যক্তিকে৷ তার মধ্যে একজন আইএম-এর দ্বারভাঙা মডিউলের ইয়াসিন আখতার, আইএম শীর্ষ নেতা ভাটকলের ঘনিষ্ঠ৷

Gujarat state Chief Minister Narendra Modi speaks during the Vibrant Gujarat 2013, Global Agriculture summit at Mahatma Mandir in Gandhinagar, some 30 kms from Ahmedabad on September 9, 2013. Modi said that some 2500 farmers leave farming daily, some 2,70,000 farmers have commited suicide in last 20 years and some 20% of farm products are lost owing to lack of sufficient and proper warehouses and storage facilities. AFP PHOTO / Sam PANTHAKY (Photo credit should read SAM PANTHAKY/AFP/Getty Images)
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীছবি: Sam Panthaky/AFP/Getty Images

এই ধারাবাহিক বিস্ফোরণে সব থেকে অস্বস্তিতে পড়েছেন রাজ্যের সংযুক্ত জনতা দলের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ অভিযোগের আঙুল প্রথমেই তাঁর দিকে৷ যেহেতু মোদীর এই সমাবেশের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করতে ব্যর্থ তিনি৷ তা সত্ত্বেও গোয়েন্দা বিভাগের সাবধানবাণী অগ্রাহ্য করে ব্যক্তিগত এবং নিরাপত্তার তোয়াক্কা না করে মোদী তাঁর বক্তব্য রাখেন জনতার সামনে৷ বিস্ফোরণের উল্লেখ না করে তিনি চলে যান হিন্দু-মুসলিম ঐক্য প্রসঙ্গে৷ বলেন, দুই সম্প্রদায়ের মিলিত শক্তির লড়াই উন্নয়নের লক্ষ্যে৷ কংগ্রেস ও সংযুক্ত জনতা দলকে কটাক্ষ করে তিনি বলেন, শুধু মুখে হিন্দু-মুসলিম ভাই-ভাই বললে পেট ভরবে না৷ চাই রোজগার৷ বিহারের জনসংখ্যার ১৭ শতাংশ মুসলিম৷ হজ যাত্রার জন্য ভরতুকি দেয়া হয়, গুজরাটের মুসলিমদের চেয়ে দ্বিগুণ৷ তবু গরিব বলে বিহারি মুসলিমদের অনেকের হজ করতে যাবার সামর্থ্য নেই৷

বলা বাহুল্য, কট্টর হিন্দুত্ববাদীর খোলস ছেড়ে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন মোদী৷ হিন্দু ভোট আর মুসলিম ভোটের মেরুকরণকে নস্যাৎ করে দিতে চান তিনি৷ হিন্দু দলিত ও মুসলিমদের কাছে মোদীর গ্রহণযোগ্যতা তাই ক্রমশই বাড়ছে৷ উচ্চবর্ণের হিন্দু ভোট তো তাঁর মুঠিতে৷ অন্যদিকে, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা কেমন যেন খানিকটা ভোঁতা হয়ে গেছে বলে মনে করছেন অনেকে৷

বিহারে ৪০টি সংসদীয় আসনে মুসলিম ভোটে ভাগ বসিয়ে আসছে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল, লালু প্রসাদের আরজেডি, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং বলেছেন, বিহার বিস্ফোরণে আখেরে লাভ হবে মোদীর৷ উল্লেখ্য, বিজেপি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করায় নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যায়৷ নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রাথী করার টোপ দিয়ে কংগ্রেস নীতীশ কুমারকে ল্যাজে খেলাচ্ছে৷ সুশীল সমাজের আশঙ্কা ভোট পর্বে এই ধরণের জঙ্গি কার্যকলাপ এবং তার ওপর মাওবাদীদের হানায় সামাজিক সহিংসতা দেখা দিতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য