পুরান ঢাকার বাংলাবাজারে ঘুরলেই যে কেউ বুঝে যাবেন প্রকাশনা শিল্পে দাপট পাঠ্য ও পাঠ্যসহায়ক বই, চাকরির বই আর ধর্মীয় বইয়ের৷ সৃজনশীল বইয়ের উৎসব ছিল একুশের বইমেলা৷ সেখানেও কয়েক বছর ধরে বিক্রির শীর্ষে উঠে আসছে অন্য ঘরানার বই৷