পানি শোধনের বিভিন্ন প্রক্রিয়া
মানুষের জন্য সুপেয় বিশুদ্ধ পানি নিশ্চিত করা গোটা বিশ্বেই একটি বড় চ্যালেঞ্জ৷ দেশে দেশে বিভিন্ন উপায়ে, বিভিন্ন প্রযুক্তি আর কৌশল ব্যবহার করে পানি শোধন করছে দেশগুলো৷
রিভার্স ওসমোসিস
পানি বিশুদ্ধকরণের আন্তর্জাতিকভাবে স্বিকৃত একটি পদ্ধতি রিভার্স ওসমোসিস৷ এই ধরনের যন্ত্রের মাধ্যমে দূষিত পানিকে মূলত একটি পর্দার একপাশ থেকে আরেক পাশে নিয়ে আসা হয়৷ পর্দাটি ধূলিকণা, লবণ থেকে শুরু করে বিভিন্ন অনুজ পদার্থ ছেঁকে ফেলে৷ জর্ডান এই প্রক্রিয়ায় খনির দূষিত পানি বিশুদ্ধ করছে৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় সমুদ্রের পানিকেও এভাবে সুপেয় করা হচ্ছে৷
ওজোনেশন
পানি বিশুদ্ধকরণে ইউরোপের দেশগুলোতে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি ওজোনেশন৷ এর মাধ্যমে ওজন গ্যাস ব্যবহার করে পানির জীবাণু ধ্বংস করা হয়৷ এই পদ্ধতিতে খরচ বেশি হয়, পানিতে দূষিত পদার্থ থেকে যাওয়ার আশঙ্কা থাকে৷ এটি পশ্চিম ফ্রান্সের নদীর পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে ওজোনেশনসহ মোট ৫ টি ধাপে পানি সুপেয় করা হয়৷
ডিসেলিন্যাশন
সমুদ্রের পানি থেকে লবণ দূর করা হয় এই প্রযুক্তিতে৷ ইসরায়েল, আলজেরিয়া, জর্ডান, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশাল সব প্ল্যান্ট বসিয়ে এই পদ্ধতিতে সমুদ্রের পানি মানুষের ব্যবহারোপযোগী করছে৷ তেল আভিভে অবস্থিত বিশাল একটি ডিসেলিন্যাশন প্ল্যান্টের ছবি এটি৷ প্রতিদিন ভূমধ্যসাগরের এক লাখ কিউবিক পানি শোধন করা হয় এখানে৷
মেমব্রেন ফিল্টারেশন
মানুষ দৈনন্দিন কাজে, শিল্পে বিপুল পরিমাণ পানি ব্যবহার করছে৷ একবার ব্যবহারের পর তা ফেলে দেয়া হচ্ছে, যা আবার পানির মূল আধারকেও দূষিত করছে৷ তবে শিল্পের পানি শোধন করে পুনর্ব্যবহারের প্রক্রিয়া চালু হয়েছে অনেক দেশেই৷ মানব বর্জ্য মিশ্রিত পানি সুপেয় করার প্রক্রিয়া নিয়েও পরীক্ষামূলক প্রকল্প চালু হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে৷ পানি পরিশোধনের এই প্রযুক্তি মেমব্রেন ফিল্টারেশন নামে পরিচিত৷
আলট্রাভায়োলেট রশ্মি
আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করেও পানি পরিশোধন করা হয়৷ এই পদ্ধতিতে পানির ধাতব ভারী পদার্থ দূর কর করা সম্ভব না হলে জীবাণু ধ্বংসের জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি৷ ইউরোপজুড়ে বড় আকারের প্রায় ২০০০ এমন পানি পরিশোধন প্ল্যান্ট রয়েছে৷ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ক্যাটস্কিল-ডেলওয়্যার ওয়াটার আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন ফ্যাসিলিটি বিশ্বে এই প্রযুক্তি সবচেয়ে বড় পানি শোধনাগার৷
আয়োডিন ট্রিটমেন্ট
জরুরি ভিত্তিতে পানি শোধনের সহজ উপায় আয়োডিনের ট্যাবলেট৷ সাধারণত ‘অবিশ্বস্ত’ কোনো উৎস থেকে পানি পান করতে হলে এটি প্রয়োগ করা যেতে পারে৷ তবে এতে অনেক ক্ষতিকর অণুজীব ধ্বংস হলেও পানি শতভাগ জীবানুমুক্ত হবে এমন নিশ্চয়তা নেই৷