1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানির জন্য হাহাকার

৬ এপ্রিল ২০১৮

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে চলছে পানির জন্য হাহাকার৷ খরায় অতিষ্ঠ জনজীবন৷ যেখানে বিশ্বে প্রতিদিন মাথাপিছু পানি খরচ হয় গড়ে ৮০ থেকে ১০০ গ্যালন, সেখানে এঁদের জন্য বরাদ্দ ১৩ গ্যালন৷

https://p.dw.com/p/2vbO4

ডানিয়েলা করিনা স্প্যাথ (জেডএ/ডিজি)