পানির নিচে সামরিক জাদুঘর
জর্ডানের উপকূলীয় শহর আকাবার কাছে পানির নিচে একটি সামরিক জাদুঘর আছে৷ সেখানে ট্যাঙ্ক, সামরিক যান, হেলিকপ্টার ইত্যাদির দেখা পাওয়া যায়৷
শুরুর কথা
২০১৯ সালে জর্ডানের উপকূলীয় শহর আকাবার কাছে পানির নিচে একটি সামরিক জাদুঘর উদ্বোধন করা হয়৷
যা আছে
ট্যাঙ্ক, হেলিকপ্টার, সাঁজোয়া যানসহ মোট ১৯টি সামরিক উপকরণ আছে জাদুঘরে৷
দেখার উপায়
ডাইভিং, স্নরকেলিং করে এই জাদুঘরে যাওয়া যায়৷ আর গা ভেজাতে না চাইলে আছে ‘গ্লাস বটম বোট’- এটি এমন এক নৌকা যার তলদেশের একটি অংশ কাচ দিয়ে তৈরি৷ ফলে নৌকায় বসে নিচের দৃশ্য দেখা যায়৷
কত গভীরে?
সামরিক যান ও মেশিনগুলো ৪৯ থেকে ৯৮ ফুট গভীরতায় রাখা আছে৷
কোরাল সমৃদ্ধ এলাকা
সামরিক জাদুঘরটি যেখানে অবস্থিত ঐ এলাকায় কোরাল রিফ আছে৷ জাদুঘরের প্রতিষ্ঠাতাদের অন্যতম আশা ছিল, সেখানে এমন অবকাঠামো থাকলে রিফের অবস্থা ভালো থাকবে৷
যা আছে
২০১৮ সালে ডুবে যাওয়া সি-১৩০ হারকিউলিস বিমান, নব্বইয়ের দশকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ইত্যাদি আছে জাদুঘরে৷
6 ছবি
1 | 66 ছবি