1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারিবারিক সংকটের মুখে শুটিং বন্ধ শোয়ারৎসেনেগারের

২০ মে ২০১১

ঘটনা সেই ১৩ বছর আগের৷ সাবেক বডি-বিল্ডার এবং দুই মেয়াদের ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ারৎসেনেগার নিজের বাড়ির পরিচারিকার সাথে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কের মাধ্যমে ছেলে সন্তানের পিতা হন৷

https://p.dw.com/p/11K5E
আর্নল্ড শোয়ারৎসেনেগারছবি: picture-alliance/abaca

কিন্তু সেই ঘটনা এখন জানাজানি হওয়ার পর একদিকে স্ত্রীর সাথে বিচ্ছেদ আরেকদিকে অভিনয় শিল্পের কাজ আপাতত বন্ধ৷ গত সপ্তাহেই কেনেডি পরিবারের সদস্য এবং সাবেক টেলিভিশন সাংবাদিক মারিয়া শ্রাইভার জানিয়ে দিয়েছেন শোয়ারৎসেনেগারের সাথে তাঁর ২৫ বছরের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের কথা৷ আর বৃহস্পতিবার হলিউডের অ্যাকশন হিরো শোয়ারৎসেনেগারের মুখপাত্র জানালেন, পারিবারিক সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত আর কোন ছবির চিত্রধারণ হবে না৷

ফলে নতুন ‘টারমিনেটর' কিংবা ‘ক্রাই মাচো' ছবি দু'টোর ভবিষ্যৎ বেশ অনিশ্চিত হয়ে পড়েছে৷ কারণ নতুন ‘টারমিনেটর' ছবিটিতে নায়কের ভূমিকায় তাঁর অভিনয় করার কথা ছিল৷ এছাড়া ‘ক্রাই মাচো' ছবিতে অবসরপ্রাপ্ত ঘোড়া প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন তিনি৷ সেপ্টেম্বর থেকেই চিত্রধারণ শুরু করার কথা ছিল ‘ক্রাই মাচো'র জন্য৷ পরিকল্পনা ছিল ‘দ্য গভর্নেটর' নামের আরো একটি অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ করার৷

কিন্তু মিল্ড্রেড প্যাট্রিসিয়া বেইনার সাথে দৈহিক সম্পর্ক এবং সেই সম্পর্ক থেকে ১৩ বছরের ছেলে এবার সাময়িকভাবে হলেও থামিয়ে দিল ৬৩ বছর বয়সি শোয়ারৎসেনেগারের চলচ্চিত্র জগতে বিচরণ৷ গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত জানুয়ারি মাসে গভর্নর হিসেবে দায়িত্ব পালনের ইতি ঘটা অবধি গত দুই দশক ধরে তাঁর হাউসকিপার হিসেবে ছিলেন বেইনা৷ সেই সূত্রেই দু'জনের মধ্যে দৈহিক সম্পর্কের শুরু এবং তার ফল তাদের ভালোবাসার পুত্র সন্তান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী