পায়ে হেঁটে জার্মানি ঘুরে অসাধারণ তথ্যচিত্র
১৯ নভেম্বর ২০২১জার্মানির স্যাক্সনি রাজ্যের ‘স্যাক্সন সুইজারল্যান্ড’ নামে পরিচিত অঞ্চলে পাহাড়ের অদ্ভুত আকার-আয়তন ও বন্য উপত্যকা নজর কাড়ার মতো৷ জার্মানির পূর্বাঞ্চলে চেক প্রজাতন্ত্রের সীমান্তে এলবে নদীর যাত্রাপথে বেলেপাথরের এই পর্বতমালা ট্রেকারদের স্বর্গ হিসেবে আকর্ষণীয়৷ তথ্যচিত্র নির্মাতা হিসেবে এনো সাইফ্রিড সেই অঞ্চল সম্পর্কে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘‘দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পেতে আমি ট্রেকিং করতে খুব ভালোবাসি৷ এলবে নদীর যাত্রাপথে স্যান্ডস্টোন মাউন্টেনস আমার কাছে সত্যি অনন্য, কারণ বাস্তবে জায়গাটি বেশ অবাস্তব ও রূপকথার জগতের মতো লাগে৷ আচমকা ভুঁইফোড় সূঁচের মতো টিলা চোখে পড়ে৷ আমার চোখে অন্য কোথাও এমন নিসর্গ নেই৷’’
২০১৯ সালে এনো সাইফ্রিড জার্মানির মধ্য দিয়ে ৩,৪৪২ কিলোমিটার পথে হাঁটার সময়ে এলবে স্যান্ডস্টোন পর্বতমালাও অতিক্রম করেছিলেন৷ শুধু দশ কিলো ওজনের রাকস্যাক সঙ্গে নিয়ে তিনি প্রায় ছয় মাস পথে কাটিয়েছেন৷ আঁকাবাঁকা পথে তিনি জার্মানির উত্তর থেকে দক্ষিণ প্রান্তে চষে বেড়িয়েছেন৷
উত্তর সাগরের সিল্ট দ্বীপ থেকে তিনি বাল্টিক সাগরের উপকূল হয়ে স্যাক্সন সুইজারল্যান্ড ও টুরিঙ্গিয়া রাজ্যের অরণ্যের মধ্য দিয়ে হেঁটেছেন৷ তারপর দক্ষিণে সারল্যান্ড রাজ্য হয়ে আল্পস পর্বতমালায় পৌঁছেছেন৷ এনো জানান, ‘‘যাত্রার আগে আমি বিস্তারিতভাবে রুটের পরিকল্পনা করি নি৷ মানচিত্রে পছন্দের এলাকা ও জায়গা খুঁজে নিয়েছি মাত্র৷ বেরিয়ে পড়ার পর প্রতি সপ্তাহে যাত্রাপথের বিস্তারিত পরিকল্পনা করেছি, কারণ আমি স্বতঃস্ফূর্ত থাকতে চেয়েছিলাম৷’’
ভ্রমণের সময়ে তিনি নিজেই নিজের ভিডিও তুলেছেন৷ নিজের তোলা ভিডিও দিয়ে তিনি ১০৫ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি করেছেন৷ ‘পায়ে হেঁটে জার্মানি’ ছবিতে এনো সাইফ্রিড শুধু নিজের দেশের বৈচিত্র্য তুলে ধরেন নি, আবেগের সঙ্গে বেশ কিছু বিষয়ের প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন৷ এনো সাইফ্রিড বলেন, ‘‘ভ্রমণের সময় একবারও মনে হয় নি যে হাল ছেড়ে দেবো অথবা বাসায় থাকলেই ভালো হতো৷ এই বিশাল সুযোগ সম্পর্কে আমি সব সময়ে সচেতন ছিলাম৷যেমন সন্ধ্যা হলে নির্জন প্রকৃতির কোলে একা কোথাও ঘুমানোর অভিজ্ঞতা অথবা সূর্যাস্ত উপভোগের সুযোগ তাঁর কাছে অনবদ্য৷ অবশ্যই কিছু নেতিবাচক অভিজ্ঞতাও হয়েছে৷ যেমন টানা পাঁচ দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে অথবা আমার সরঞ্জাম নষ্ট হয়ে গেছে৷ তা সত্ত্বেও বলতে হয় সে সব আসলে মোটেই নেতিবাচক নয়, কারণ শুরু থেকেই এমন আশঙ্কা সম্পর্কে আমি সচেতন ছিলাম৷’’
জার্মানির মধ্য দিয়ে দীর্ঘ এই ভ্রমণের শেষে, অর্থাৎ ১৬৫ দিন পর এনো নিজের চূড়ান্ত গন্তব্যে পৌঁছান৷ জার্মানির দক্ষিণতম প্রান্তে আল্পস পর্বতের হাল্ডেনভাঙার নামের এক জায়গায় যাত্রা শেষ হলো৷
ডরোটেয়া প্রেচ/এসবি