পিলখানা হত্যা মামলায় ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
২০ জুলাই ২০১১ঢাকা মহানগর দায়রা জজের আদালতে গত কয়েকদিন ধরেই সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছিল৷ আজও সকালে যথারীতি শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে বক্তব্য দেন৷ আদালত তাদের বক্তব্য শুনে আসামিদের কাছে জানাতে চান তারা দোষী না নির্দোষ৷ শুনানিতে অংশ নেয়া ১৮৯ জন আসামি তাদের নির্দোষ বলে দাবি করেন৷ এরপর আদালত ডিএডি তৌহিদ, নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও তোরাব আলী সহ ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন৷ একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল৷
আসামি পক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, আদালত আসামিদের স্বেচ্ছায় দোষ স্বীকারের আহ্বান জানান যা আইন বিরুদ্ধ৷ তিনি দাবি করেন, পিন্টু এবং তৌহিদ কোন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি৷ আর পিন্টুর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণও নেই৷ তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায়না৷
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একজন৷ আর ডিএডি তৌহিদ এই মামলার এক নম্বর আসামি৷ সে হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে৷
২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়৷ এই মামলায় মোট আসামি ৮৫০জন৷ আজ তাদের মধ্যে ১৮৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল৷ বাকিদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযোগ গঠন করা হবে৷ আজ আদালতে ৮২৬ জন আসামি উপস্থিত ছিলেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক