1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিনকে পশ্চিমা ঐক্যের বার্তা পাঠাতে চান শলৎস

৬ ফেব্রুয়ারি ২০২৪

ওয়াশিংটন সফরের প্রাক্কালে জার্মান চ্যান্সেলর শলৎস ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা নিয়ে জটিলতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন৷ মার্কিন কংগ্রেসে বাজেট নিয়ে দুই রাজনৈতিক শিবিরের সংঘাত অবশ্য এখনো দূর হয় নি৷

https://p.dw.com/p/4c5Ho
৫ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে আটাল ও শলৎস
বার্লিনে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটালের সঙ্গে বৈঠক করেন ওলাফ শলৎসছবি: ANNEGRET HILSE/REUTERS

হাঙ্গেরির আপত্তি দূর করে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু মার্কিন কংগ্রেসে রাজনৈতিক জটিলতার কারণে সে দেশ থেকে এখনো প্রয়োজনীয়তা সহায়তা পাচ্ছে না ইউক্রেন৷ ওয়াশিংটন সফরের প্রাক্কালে  জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস দ্রুত সেই অচলাবস্থা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন৷ বার্লিনে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটালের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, ইউরোপ ও অ্যামেরিকা ইউক্রেনের জন্য বড় অংকের সহায়তা দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের অপেক্ষার মতলব বানচাল হয়ে যাবে৷ পশ্চিমা বিশ্বের সহায়তার অভাবে ইউক্রেন নতি স্বীকার করতে বাধ্য হবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে না৷ শলৎসের মতে, পুটিনের জন্য অ্যামেরিকা ও ইউরোপের স্পষ্ট বার্তা পাঠানো উচিত৷

এদিকে ওয়াশিংটনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাব্লিকান দলের মধ্যে বাজেট নিয়ে সংঘাত আরো জোরালো হচ্ছে৷ প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ও ইসরায়েলের জন্য সহায়তার যে যৌথ প্রস্তাব পেশ করেছেন, বিরোধী রিপাব্লিকান দল তার পথে বাধা সৃষ্টি করে আসছে৷ এবার তারা পালটা প্রস্তাবে শুধু ইসরায়েলের জন্য সহায়তা অনুমোদন করাতে চাইছে৷ বাইডেন প্রশাসন সেই উদ্যোগ বানচাল করতে ভেটো শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে৷ রাজনৈতিক চাল না চেলে দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সরকারি প্রস্তাব অনুমোদনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস৷

গত কয়েক মাসে দুই পক্ষের মধ্যে দরকষাকষির পর রিপাব্লিকান দলের সম্মতি আদায় করতে বাইডেন প্রশাসন অ্যামেরিকার অভিবাসন নীতি ঢেলে সাজানো এবং সীমান্তে নিরাপত্তার জন্য বাড়তি তহবিল সংক্রান্ত আইনের খসড়া পেশ করেছে৷ এর বদলে বিরোধীরা ১,১৮০ কোটি ডলার অংকের সহায়তা বিল মেনে নেবে বলে আশা করা হচ্ছে৷ হোয়াইট হাউস মনে করিয়ে দিয়েছে, যে সেই অর্থ কাজে লাগিয়ে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের নিরাপত্তার পাশাপাশি খোদ অ্যামেরিকার বুকে ইহুদি ও ইসলামি উপাসনালয়ের সুরক্ষা জোরদার করা হবে৷ ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্যও জোরদার করা হবে৷

বিচ্ছিন্নভাবে শুধু ইসরায়েলের জন্য সহায়তার প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্টের ভেটোর হুমকি সম্পর্কে বিরোধী রিপাব্লিকানরা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে৷ সংসদের নিম্ন কক্ষের স্পিকার মাইক জনসন বলেন, এই হুমকি বিশ্বাসঘাতকতার কাজ৷ সবচেয়ে কঠিন সময়ে অ্যামেরিকার সহযোগী দেশ ও মার্কিন সেনাবাহিনীর জন্য সহায়তার পথে বাধা সৃষ্টি করায় তিনি বাইডেনের কড়া সমালোচনা করেন৷ উল্লেখ্য, গত নভেম্বর মাসেই প্রস্তাবটি নিম্ন কক্ষের অনুমোদন পেয়েছে৷ তবে বিষয়টি নিয়ে রিপাব্লিকান দলের মধ্যেও বিভাজন লক্ষ্য করা যাচ্ছে৷ সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা মেক্সিকো সীমান্তে আরো কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করছেন৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান