পুটিনের পরমাণু-হুমকিতে চিন্তিত নন বাইডেন
১ মার্চ ২০২২মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, পুটিন যেভাবে রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সতর্ক করে দিয়েছেন, তাতে কি আপনি চিন্তিত? বাইডেনের সংক্ষিপ্ত জবাব হলো, না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মার্কিন পারমাণবিক বাহিনীর সতর্কতার কোনো পরিবর্তন করা হয়নি। কারণ, অ্যামেরিকা সতর্কতার পর্যায় পরিবর্তন করার কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখছে না।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, পেন্টাগন এখনও রাশিয়ার মনোভাব পর্যালোচনা, বিশ্লেষণ করছে এবং পরিস্থতির উপর নজর রাখছে। তিনি জানিয়েছেন, ''সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন বর্তমান অবস্থানে খুশি। আর আমরা আমাদের দেশকে রক্ষা করতে সক্ষম।''
মার্কিন কর্মকর্তারা প্রথমে বলেছিলেন, পুটিনের এই ঘোষণা ভয়ংকর ও তা পরিস্থিতিকে আরো খারাপ করবে। কিন্তু সোমবার তারা বলেছেন, পুটিনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে তারা আলোচনা করছেন।
নেড প্রাইস বলেছেন, ''এই সিদ্ধান্ত উসকানিমূলক এবং বিপজ্জনক। এর ফলে মিসক্যালকুলেশনের সুযোগ থাকছে। এটা যে কোনোভাবে এড়িয়ে চলতে হবে। আমরা অনেক দিন ধরেই এই সিদ্ধান্ত নিয়েছি যে, অ্যামেরিকা ও রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার ফল ভয়ংকর ও সুদূরপ্রসারী হতে বাধ্য।''
বাইডেনের আলোচনা
সোমবার বাইডেন ভিডিও কনফারেন্সে শরিক ও সহযোগী দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বাইডেন এবং অন্য নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে আর্থিক ক্ষেত্রে ব্যবস্থা নেবেন। কিন্তু একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে যাতে স্থিতাবস্থা থাকে এবং গ্যাসের দাম কম থাকে সেটা নিশ্চিত করবেন।
অ্যামেরিকা ও ন্যাটো এখন ইউক্রেনকে অস্ত্রসাহায্য করছে। তাদের দাবি, এই সব অস্ত্র নিয়ে ইউক্রেন রাশিয়ার মোকাবিলা করতে পারবে। তবে অ্যামেরিকা ইউক্রেনকে স্ট্রিংগার মিসাইল দেবে কি না, সেব্যাপারে প্রাইস কিছু বলেননি।
কিরবি জানিয়েছেন, রাশিয়া এখনও তাদের সব সমরাস্ত্র ইউক্রেনে নিয়ে যায়নি। একটা অংশ নিয়েছে মাত্র।
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স, এপি)