1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো দিনের জঞ্জাল ও জীর্ণতা মুছে নববর্ষ বরণ

১৫ এপ্রিল ২০১১

জঞ্জাল ও জীর্ণতা মুছে নতুন দিনের আহ্বানে নববর্ষ বরণ করে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর অভিযোগ, একদল লোক এখনও বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত৷

https://p.dw.com/p/10tmA

পুরনো বছরের সব জঞ্জাল ও জীর্ণতা মুছে ফেলে নতুন দিনের আহ্বানে নতুন বছরকে বরণ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দেশের মঙ্গল কামনা করে তিনি বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসুক৷ মন্ত্রিসভার সদস্য, দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন৷

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি আশা করি, নতুন বছর আমাদের জীবনে সুফল বয়ে আনবে৷ জনগণ শান্তি ও নিরাপত্তার মধ্যে বাঁচতে পারবে৷ রাজধানীসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানান তিনি৷

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিরোধীদল ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, সারাদেশের মানুষ যখন নববর্ষের উৎসবে উজ্জীবিত, তখন একদল লোক বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত৷ তারা এখন নানা হুমকি দিচ্ছে৷ তবে বর্তমান সরকার এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট৷ বৃহস্পতিবার সকালে বর্ষবরণ উপলক্ষ্যে বাহাদুর শাহ পার্ক থেকে মহানগর আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার শুরুর সময় তিনি এ সব কথা বলেন৷

বাংলাদেশের মানুষ হৃদয় উৎসারিত আনন্দ হিল্লোলে বাংলা নববর্ষ - ১৪১৮ বরণ করেছে বললেন বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ এক বিবৃতিতে তিনি একথা বলেন৷ বাংলা নববর্ষে দেশে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বেগম জিয়া বলেন, সুদীর্ঘকাল ধরে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ৷ অনন্তকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশি আধিপত্যবাদী প্রভুরা খর্ব করার নানা ফন্দি করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা কখনোই সফল হতে পারেনি৷ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বুধবার রাতে গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বেগম জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য