পুলিশ বাধা দেয়ায় বিএনপি’র পূর্ব ঘোষিত গণমিছিল পণ্ড
২১ ডিসেম্বর ২০১১মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে বাধা এবং বিএনপি'র নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ বেলা ৩টার দিকে বিএনপি'র পূর্ব নির্ধারিত গণমিছিলের কর্মসূচি ছিল৷ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল বের হওয়ার কথা ছিল৷ কিন্তু সকাল থেকেই পুলিশ বিএনপি'র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে৷
বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি অফিসের বাইরে নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি'র নেতা-কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে, পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷
বিকেল ৪টার দিকে পুলিশের ঘেরাওয়ের মধ্যেই ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনিপ'র ১০/১২ জন সিনিয়র নেতা কেন্দ্রীয় কার্যলয়ে প্রবেশ করেন৷ তাঁরা সেখানে জরুরি বৈঠক করেন৷ বৈঠক শেষে তাঁরা সামনের রাস্তার মিছিল বের করার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তা-ধ্বস্তি হয়৷ বাধা পেয়ে এক পর্যায়ে তাঁরা রাস্তায় বসে পড়েন৷ পুলিশ সেখান থেকেও তাঁদের সরিয়ে দেয়৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার প্রতিবাদ জানান৷ তিনি বলেন, তাঁদের ১০/১৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷
এই ঘটনায় পুলিশের সহাকারী কমিশনার মেহেদী হাসান বলেন, নতুন করে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটতে পারে সেজন্যই পুলিশ সক্রিয় ছিল৷
এদিকে আলাদা একটি প্রতিবাদ সমাবেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে৷ আর দেশে এখান ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক