পেটে ছুরি বসিয়ে ব্যর্থ ছাত্রের আত্মহত্যা কলকাতায়
বাবা-মায়ের সঙ্গে তীব্র বিতণ্ডার পর তাদের সামনেই আত্মহত্যা করে ছেলে। অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার বাবা-মা।
বাড়ির ছবি
কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকতেন দ্বাদশ শ্রেণির ছাত্র রবীন দেবনাথ। এর আগে দুইবার সে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। পড়াশোনা নিয়ে নিয়মিত বাবা-মায়ের সঙ্গে ঝামেলা লেগে থাকত রবীনের। বুধবার সন্ধেতেও কথা কাটাকাটি শুরু হয়েছিল।
অভাব এবং হতাশা
পুলিশ জানিয়েছে, রবীনের বাবা সদ্য কাজ হারিয়েছিলেন। মা আয়ার কাজ করেন। রবীনের পড়াশোনা নিয়ে প্রায় প্রতদিনই তাদের ঝামেলা হতো। কথা কাটাকাটি হতো। আর্থিক অনটন শুরু হয়েছিল পরিবারে।
ঘটনার দিন
প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই ওই বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ ভেসে আসতো। ঘটনার দিনও সন্ধে থেকেই কথা কাটাকাটি শুরু হয় বাড়িতে। বেশ কিছুক্ষণ তা চলার পর আর্তনাদের শব্দ শোনা যায়।
পুলিশের বয়ান
পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটি চলার সময় রান্নাঘরের একটি ছুরি নিয়ে নিজের পেটে বসিয়ে দেয় রবীন।
প্রতিবেশীদের বয়ান
প্রতিবেশীরা জানিয়েছেন, আর্তনাদের আওয়াজ পাওয়ার পর তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবীনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। তখনো প্রাণ ছিল তার। পাশে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তার বাবা-মা।
হাসপাতালে মৃত্যু
রবীনের দেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ একটি মামলা দায়ের করেছে।