পেপল’কে বাংলাদেশে আনতে চেষ্টা চলছে: সিংহা
৯ ডিসেম্বর ২০১১কেমন হলো মেলাটি? তথ্য প্রযুক্তি কোম্পানি ‘নিওস্টার ইনোভেশন' এর প্রধান নির্বাহী এডওয়ার্ড অপূর্ব সিংহা বলছেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুটো৷ এক, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে সরকার কী কী করছে সেটা দেখানো৷ এবং দুই, বিদেশি রাষ্ট্রগুলো সফটওয়্যার ক্ষেত্রে কী কী করছে সেটা বাংলাদেশের জনগণকে জানানো৷
সিংহা বলেন, বিদেশিরা বাংলাদেশে তৈরি সফটওয়্যারের বেশ প্রশংসা করেছেন৷ এছাড়া বাংলাদেশের ছেলেরা যে আউটসোর্সিং-এর কাজ করছে সে ব্যাপারে জানতে পেরেছে বিশ্বের বড় বড় কোম্পানির কর্মকর্তারা৷
এ প্রসঙ্গে বাংলাদেশি আউটসোর্সারদের ‘পেপল' নিয়ে যে সমস্যায় পড়তে হচ্ছে সে থেকে কীভাবে উত্তরণ পাওয়া যায় - তা জানতে চাইলে সিংহা বলেন, সরকার ও বেসরকারি কোম্পানিগুলো চাইলেও কোনো এক কারণে পেপল-ই চাচ্ছে না বাংলাদেশে আসতে৷ তবে পেপল-কে রাজি করাতে চেষ্টা চলছে বলে জানান সিংহা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ