পোল্যান্ডের সঙ্গে পারল না সৌদি আরব
২৬ নভেম্বর ২০২২কাতার বিশ্বকাপে সি গ্রুপের ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট এক ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। কিন্তু পোলিশ শিবিরকে একের পর এক পরীক্ষায় ফেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে গ্রিন ফ্যালকনরা।
পোল্যান্ডের পক্ষে প্রথম গোলটি করেন পিওতর জিয়েলিনস্কি। ৩৯ মিনিটে তিনি ডি-বক্সের ভেতর সোজা শটে প্রতিপক্ষের জালে ফেলেন বলকে। তবে ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটি তৈরি হয় এর কয়েক মিনিটের মধ্যেই। পেনাল্টি পেয়ে যায় সৌদি আরব। কিন্তু সেখান থেকে দু'বার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন সৌদি স্ট্রাইকাররা। পোলিশ গোলরক্ষক ওজসিয়েক সেজেসনি দু'বারই ঠেকান বলটি।
দ্বিতীয়ার্ধেও কয়েকটি সুযোগ আসে সৌদিদের। কিন্তু সেসব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তাদের ফরোয়ার্ডরা। সেই সুযোগে ৮৪ মিনিটে বার্সেলোনা তারকা রবার্ট লেভানডস্কি বিশ্বকাপে তার প্রথম গোলটি করেন। পোলিশরা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। কিন্তু ২-০ ব্যবধানে জিতে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
সি গ্রুপে দুই ম্যাচ খেলে পোল্যান্ডের পয়েন্ট এখন চার এবং সৌদি আরবের তিন।
জেডএ/আরকেসি (ফিফা টিভি)