ফ্রান্সে আঞ্চলিক নির্বাচন
৭ ডিসেম্বর ২০১৫সন্ত্রাসী হামলার ঠিক পরেই নির্বাচন অনুষ্ঠিত হলে কী হয়, তা এর আগে স্পেন সহ ইউরোপের একাধিক দেশে টের পাওয়া গেছে৷ ইসলাম-বিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিশাল সাফল্য অর্জন করেছে চরম দক্ষিণপন্থি ন্যাশানাল ফ্রন্ট দল৷ আঞ্চলিক নির্বাচনে তাদের সাফল্য ফ্রান্স সহ গোটা ইউরোপকে দুশ্চিন্তায় ফেলেছে৷
ইউরোপে দক্ষিণপন্থিদের সাফল্য এই প্রথম নয়৷ সম্প্রতি পোল্যান্ডে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে এমনই এক দল৷ পোল্যান্ড ও ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ দেশে ভোটাররা মূল স্রোতের রাজনৈতিক দলগুলির প্রতি আস্থা হারিয়ে যেভাবে দক্ষিণপন্থিদের শরণাপন্ন হচ্ছে, তাকে অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে৷
ফ্রান্সে ইদানীংকালে চরম ইসলামপন্থি ও চরম দক্ষিণপন্থিদের দৌরাত্ম্যের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন শুভবুদ্ধিসম্পন্ন অনেক মানুষ৷
ব্যঙ্গচিত্রের মাধ্যমেও সেই হতাশা প্রকাশিত হচ্ছে৷
ফ্রান্সের দক্ষিণে প্রশাসনিক অঞ্চল কোৎ দাজুর-এ প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছেন ন্যাশানাল ফ্রন্ট নেত্রী মারিন ল্য পেন-এর আত্মীয় মারিয়ন মারেশাল ল্য পেন৷
আগামী রবিবার আঞ্চলিক পর্যায়ের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে৷ এই অবস্থায় নিজেদের ভেদাভেদ ভুলে ন্যাশানাল ফ্রন্ট-এর বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে মূল স্রোতের রাজনৈতিক দলগুলি৷ সমাজতান্ত্রিক দল সোমবার কিছু এলাকায় নিজেদের প্রার্থী প্রত্যাহার করে প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থীদের শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নিয়েছে৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ