প্যারিসে ছুরি হামলায় আহত অনেক
১১ জানুয়ারি ২০২৩স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম৷ গার দ্যু নর্দ থেকে উত্তর ফ্রান্স ছাড়াও বেলজিয়াম, জার্মানি এবং নেদারল্যান্ডসেও ট্রেন চলাচল করে৷
পুলিশ জানিয়েছে, নিরস্ত্র ও আটক করার আগে হামলাকারী বেশ কয়েকজনকে আহত করেছে৷ ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ ডারমানিন দ্রুত ব্যবস্থা নেয়ায় পুলিশকে ধন্য়বাদ জানিয়েছেন৷
ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আক্রান্তদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন৷ তবে বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে এই পুলিশ সদস্য গুরুতর আহত হননি৷ তবে একজন যাত্রী ছুরি হামলায় গুরুতর আহত হয়েছেন, তার চিকিৎসা চলছে৷
এই ঘটনার ফলে কিছুক্ষণের জন্য স্টেশনটিতে রেল চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে রেল অপারেটর এসএনসিএফ৷
ঠিক কতজন এই হামলায় আহত হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ৷ তবে ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি ‘অন্তত ছয় জন আহত হয়েছেন' জানিয়ে সংবাদ প্রকাশ করেছে৷ হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ৷
তিন সপ্তাহ আগেই প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত কুর্দিশ কালচারাল সেন্টারে এক বন্দুকধারী হামলা চালিয়ে তিন জনকে হত্যা করে৷ একটি রেস্টুরেন্ট এবং সেলুনে হামলায় আহত হন কয়েকজন৷ বর্ণবাদী চিন্তা থেকেই এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ৷
এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)