প্যারিসের হামলাকারী চেচনিয়ার
১৩ মে ২০১৮কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফ্রেঞ্চ ঐ তরুণের জন্ম ১৯৯৭ সালে, চেচনিয়ায়৷ শনিবার সন্ধ্যায় তিনি প্যারিসের জনাকীর্ণ পর্যটনকেন্দ্র কেন্দ্রীয় অপেরা হাউস ও ল্যুভ্রে মিউজিয়ামের মাঝামাঝি একটি জায়গায় হঠাৎ ছুরি নিয়ে হামলে পড়েন সাধারণ মানুষের ওপর৷ একজনকে হত্যা করেন এবং চারজনকে আহত করেন৷
পুলিশ এসে গুলি করে হত্যা করে হামলাকারীকে৷ তার সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না৷
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ জানান যে, পুলিশ ঘটনা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়, এবং পরের নয় মিনিটের মধ্যে হামলাকারীকে হত্যা করে৷
‘‘তা না হলে হতাহতের সংখ্যা আরো বাড়ত৷'' বলেন তিনি৷
রোববার সকালে তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ এপি জানিয়েছে যে, হামলাকারীর আগে কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড নেই৷
ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ টুইটারে এর প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷ তিনি বলেন, ‘‘ফ্রান্সকে আবারো রক্তপাতের চড়ামূল্য দিতে হলো, কিন্তু অপরাধীদের এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না৷''
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গিদের কার্যকলাপ মনিটরিং গ্রুপ সাইটের তথ্য অনুযায়ী, ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট৷ তবে কোনো প্রমাণ তারা উপস্থাপন করেনি৷
প্রত্যক্ষদর্শীরা এপিকে জানিয়েছেন যে, হামলাকারী শুরুতে ‘আল্লাহু আকবার' বলে চিৎকার করেন৷ উপস্থিত জনতা তখন রেস্টুরেন্ট ও বারগুলোর দিকে দৌঁড়াতে শুরু করেন৷
‘‘আমি অর্ডার নিচ্ছিলাম৷ প্রথমে দেখলাম এক তরুণী উদভ্রান্তের মতো রেস্টুরেন্টে ঢুকে পড়েন৷'' বলছিলেন একটি কোরিয়ান রেস্টুরেন্টের ওয়েটার জনাথন৷
তিনি জানান যে, ঐ তরুণীর শরীর থেকে রক্ত ঝরছিল, এবং একজন তরুণ তাঁকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন৷ তখন হামলাকারী সরে পড়েন৷
মিলান নামের আরেক তরুণ প্রত্যক্ষদর্শী জানান যে, তিনি ঐ নারীর ঘাড় ও পা থেকে রক্ত ঝরতে দেখেন৷
‘‘ফায়ারম্যানরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন৷ আমি তখন দু-তিনটি গুলির শব্দ শুনতে পাই৷''
কর্তৃপক্ষ জানিয়েছে যে, নিহত যুবকের বয়স ২৯ বছর৷ এছাড়া গুরুতর আহত ৩৪ বছর বয়সি এক যুবক ও ৫৪ বছর বয়সি এক নারীকে সাথে সাথেই হাসপাতালে নেয়া হয়েছিল৷ পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, বিপদ কেটে গেছে৷ তাঁরা বেঁচে আছেন৷
জেডএ/ডিজি (এপি)