প্রকৃতির টানে বাংলাদেশে বাড়ছে পর্যটকের সংখ্যা
১৬ মার্চ ২০১১হাওলাদারের বয়স আটত্রিশ বছর৷ ঢাকাতে একটি টেলিভিশন চ্যানেলে প্রযোজক হিসেবে কাজ করেন৷ পাশাপাশি বিশ্বব্যাপী অতিথিসেবা বিনিময় নেটওয়ার্ক ‘কোচ সার্ফিং' এর একজন স্বেচ্ছাসেবক৷ তিনি বলেন, ‘‘দুঃসাহসিক অভিযানের প্রতি আপনার ঝোঁক থাকতে হবে৷ এছাড়া বাংলাদেশে ভ্রমণের আর কোনও পথ নেই৷'' তিনি বলে চলেন, ‘‘আমার সঙ্গে বাক্সপ্যাটরা নিয়ে এমন একজন পর্যটক রয়েছেন, যিনি বাংলাদেশের পর্যটনের এই অবস্থা দেখে রীতিমতো বিরক্ত৷ বলছেন, তিনি আর কখনও এদেশে ভ্রমণে আসবেননা৷ তিনি প্রকৃত একজন পর্যটক৷ তিনি কেবল চেয়েছিলেন একটা সহজ নির্ঝঞ্ঝাট ভ্রমণ, যা এদেশে এখনও সম্ভব নয়৷''
আর এসব কারণেই পর্যটকরা পর্যটনের জন্য বেছে নিচ্ছেন থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারতকে৷
অথচ বাংলাদেশে যেখানে এক ডলারেই এক থালা বিরিয়ানি পাওয়া যায় এবং দশ ডলারের কম টাকায় মধ্যমানের কোনো হোটেলে একরাত থাকা যায়, সেদেশ চাইলেই পর্যটকদের আরও কাছে টানতে পারে এবং পর্যটন শিল্পের বিকাশের মধ্যদিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে৷ অন্যদিকে ভ্রমণপিপাসূরা এখানে আসলে একদিকে স্বল্প খরচে ভ্রমণ করতে পারেন৷ আবার পেতে পারেন রোমাঞ্চকর যাত্রার মধ্যদিয়ে প্রকৃতির সান্নিধ্য৷
লেখক স্টুয়ার্ট বাটলার ‘লোনলি প্ল্যানেটস বাংলাদেশ' এ বাংলাদেশের পর্যটন নিয়ে বলেছেন,‘‘বাংলাদেশের মতো এরকম খুব কম জায়গাই রয়েছে, যেখানে ভ্রমণ করে প্রকৃত ভ্রমণের আনন্দ পাওয়া যায়৷'' তিনি বলেছেন, ‘‘পশ্চিমা অন্য কোনো পর্যটকের সঙ্গে দেখা না হলেও নিজস্ব রোমাঞ্চকর অভিযানের মধ্যদিয়ে সপ্তাহের পর সপ্তাহ অনায়াসে কাটিয়ে দেওয়া যায় বাংলাদেশে৷'' বলেন, তবে সমস্যা হয় তখন যখন দেখা যায় পর্যটকদের জন্য সব এলাকায় থাকার সুব্যবস্থা নেই, বিশেষ করে নারী পর্যটকদের বেলায়৷
‘বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশ' এর সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন,‘‘এতসব বাধাবিপত্তির মধ্যেও বাংলাদেশে পর্যটকদের সংখ্যা প্রতিবছর দশ শতাংশ হারে বাড়ছে৷ এইতো কয়েক বছর আগেও অনেকেই বাংলাদেশের নাম জানতোনা৷ ভাবত, এটা ভারতের কোন অংশ৷''
তিনি বলেন, গড়ে পাঁচশ ডলার হলেই বাংলাদেশে প্যাকেজে ভ্রমণ করা যায়, যা পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ভারত ভ্রমণের তুলনায় কম৷ এছাড়া আমরা এমন অনেক পর্যটকদের দেখছি যারা নিজেরাই একা একা এখানে ভ্রমণ করতে পছন্দ করছেন৷''
বাংলাদেশে ভ্রমণ খরচ খুব কম৷ নৌপথে খুব কম খরচে ঢাকা থেকে খুলনা যাওয়া যায়৷ আর খুলনা থেকে সহজেই যাওয়া যায় সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে৷ এছাড়া উত্তর-পূর্বের সিলেট বিভাগের শ্রীমঙ্গলে রয়েছে আকর্ষণীয় চা বাগান৷ দক্ষিণে বঙ্গোপসাগরের কোল জুড়ে রয়েছে কক্সবাজার৷ রয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন৷ আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পার্বত্য এলাকা ও আদিবাসীদের সংস্কৃতি পর্যটকদের খুব আকৃষ্ট করে৷ মানুষকে কাছে টানার জন্য প্রকৃতির যা কিছু দরকার সবই আছে বাংলাদেশে৷ এখন কেবল প্রয়োজন পর্যটনের ভালো ব্যবস্থাপনা এবং পর্যটন শিল্প বিকাশে সরকারের যথাযথ পরিকল্পনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন