আইন সংশোধনের উদ্যোগ
১০ ফেব্রুয়ারি ২০১৩শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিবাদী মানুষের টানা অবস্থানের ষষ্ঠ দিন আজ৷ আর দিন যত যাচ্ছে প্রতিবাদী মানুষের ভীড় ততই বাড়ছে৷ রাত নেই দিন নেই৷ এখানে এখন মানুষের ঘুম ভাঙে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগানের শব্দে৷
শুধু ঢাকা নয়, দেশের সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন৷ স্কুল কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, খেটে খাওয়া মানুষ, সবাই৷ তাদের একটিই দাবি, কাদের মোল্লার ফাঁসি, সব যুদ্ধাপরাধীর ফাঁসি৷
প্রজন্ম চত্বরে প্রতীকী ফাঁসির মঞ্চ বানানো হয়েছে৷ সেখানেই প্রতীকী ফাঁসি দেয়া হবে যুদ্ধাপরাধীদের৷ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন৷ একাত্মতা প্রকাশ করেছেনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷
এদিকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, যুদ্ধাপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনের খসড়া কাল সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে উঠবে৷ এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপক্ষও আপিলের সুযোগ পাবে৷ আর তাহলে কাদের মেল্লার যাবজ্জীবনের বিরোধিতা করে ফাঁসির আপিল করা যাবে৷ আপিল নিস্পত্তি করতে হবে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে৷
এদিকে, বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনায় অভিনন্দন জানিয়েছেন৷ তিনি শাহবাগের গণজাগরণ নিয়ে বলেন, একাত্তরে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তা তারা দেখেছেন৷ তরুণ প্রজন্মের এই উপলব্ধি যথার্থ৷