1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতি তিন ইউরোপীয়'র একজন মানসিক সমস্যায় ভোগে

৬ সেপ্টেম্বর ২০১১

সম্প্রতি ইউরোপীয়দের সম্পর্কে একটা উদ্বেগজনক তথ্য জানা গেছে৷ বলা হচ্ছে, তাদের নাকি মানসিক সমস্যা ক্রমেই বাড়ছে৷ তিন বছর গবেষণা শেষে এমনটাই বলছে ইউরোপীয়ান কলেজ অব নিউরোসাইকোফার্মাকোলজি বা ইএনসিপি৷

https://p.dw.com/p/12Tk0
ডিপ্রেশন বা মানসিক অবসাদ বেড়েই চলেছে৷ছবি: fotolia/Mikael Damkier

ইনসোমনিয়া, আলৎসহাইমার, ডিমেনশিয়া, পারকিনসন্স - জটিল সব রোগের নাম৷ দক্ষিণ এশিয়ায় এসব রোগে ভোগা লোকের সংখ্যা হয়ত খুব বেশি নয়৷ কিংবা, হয়তো রোগ নির্ণয়ের পর্যাপ্ত সুযোগের অভাবে অনেকে জানেনইনা যে তাদের এই রোগ রয়েছে৷ তবে ডিপ্রেশন সঙ্গে দুশ্চিন্তাগ্রস্ততা - এমন অনেককেই পাওয়া যাবে ঐ অঞ্চলে৷

দক্ষিণ এশিয়া ছেড়ে এবার ইউরোপের কথায় আসা যাক৷ গবেষণায় জানা গেছে, ইউরোপের শতকরা ৩৮ ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময় মানসিক সমস্যায় ভোগেন৷ ফলে একবিংশ শতাব্দীতে ইউরোপের সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে একে দেখছেন গবেষকরা৷

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ সহ নরওয়ে, আইসল্যান্ড ও সুইজারল্যান্ড, মানে মোট ৩০টি দেশের মানুষের উপর জরিপটি চালানো হয়৷ এসব দেশে জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে ৫১ কোটি৷ এর মধ্যে প্রায় সাড়ে ১৬ কোটি মানুষ প্রতি বছর মানসিক সমস্যায় ভোগে৷ অর্থাৎ প্রতি তিনজনে একজন৷

কিন্তু আশঙ্কার কথা হলো, অন্যান্য রোগের চিকিৎসা ব্যবস্থা দিনদিন যতটা উন্নত হচ্ছে সেখানে মানসিক রোগের চিকিৎসায় ততটা অগ্রগতি নেই৷ এছাড়া চিকিৎসা পেতেও অপেক্ষা করতে হয় অনেকদিন৷

Depression Symbolbild
মানসিক সমস্যায় কাবু সমাজের একটা বড় অংশছবি: Alina Isakovich/Fotolia

জার্মানির ড্রেসডেন শহরে অবস্থিত টেকনিক্যাল ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড সাইকোথেরাপির পরিচালক হান্স-উলরিশ ভিটশেন৷ তিনি এই গবেষণা দলের প্রধানও৷ মানসিক সমস্যা সমাধানে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানিগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভিটশেন ও তাঁর দলের গবেষকরা৷

ভিটশেন বলেন, অনেকদিন মনে করা হতো সাইকোলজিক্যাল ও নিউরোলজিক্যাল সমস্যাগুলো কিছু নির্দিষ্ট মানুষের হয়ে থাকে৷ কিন্তু এই ধরনের চিন্তাভাবনা হাস্যকর বলে মনে করেন তিনি৷ ভিটশেন বলেন, শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় মস্তিস্ক অনেক বেশি জটিল৷ তাহলে কীভাবে অন্যান্য অংশের চেয়ে মস্তিস্ক বেশি সুস্থ থাকবে, এমন প্রশ্ন তাঁর৷

গবেষকরা বলছেন বিশ্বের অনেক মানুষের মৃত্যু ও অক্ষমতার কারণ হলো মানসিক সমস্যা৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আভাস দিয়েছে যে, ২০২০ সালের মধ্যে নানা রোগব্যাধির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে যেগুলো তার মধ্যে দ্বিতীয় স্থানে থাকবে ডিপ্রেশন বা অবসাদ ও বিষাদগ্রস্ততা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য