প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিরোধ
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ ছিলই৷ কিন্তু শুক্রবার এবং রবিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে, তার প্রতিবাদে সোমবার সকাল থেকে প্রতিবাদ শুরু হয়েছে দেশের সর্বত্র৷
নইল হব বাংলাদেশ
আসামের ছাত্ররা প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ দেখাচ্ছিল৷ রবিবার যন্তরমন্তরের প্রতিবাদে তাদের স্লোগান-- আইন প্রত্যাহার না করলে স্বতন্ত্র রাষ্ট্রের দাবি উঠবে আসামের ভিতরে৷
কালা আইন
যন্তর মন্তরের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদীরা৷ তাঁদের বক্তব্য, এটা কালা কানুন৷
প্রতিবাদ চলছে চলবে
যন্তরমন্তরের সামনে লাগাতার চলছে প্রতিবাদ সভা, ধর্না৷ প্রতিদিন বাড়ছে ভিড়৷
সকলের প্রতিবাদ
নানা বয়সের, নানা ধর্মের, নানা বর্ণের মানুষ একত্রে জড়ো হয়েছেন যন্তরমন্তরের সামনে৷
প্রতিবাদ দিল্লি বিশ্ববিদ্যালয়ে
জামিয়ার ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়েও৷ রাস্তায় নেমেছে ছাত্ররা৷
দেশ জুড়ে প্রতিবাদ
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়েও চলছে প্রতিবাদ৷ হায়দরাবাদ, মুম্বই, লখনউ সর্বত্র মিছিল বার করেছে ছাত্ররা৷
6 ছবি
1 | 66 ছবি