1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্রথম আলো’ ও লেখকের ক্ষমা প্রার্থনা

জাহিদুল হক১৫ এপ্রিল ২০১৩

বাংলা নববর্ষের প্রথম দিন সকালে পত্রিকা খুলে অনেকের মন বেশ খারাপ হয়ে যায়৷ ‘প্রথম আলো’ পত্রিকার নববর্ষ সংখ্যায় ছাপা হওয়া একটি গল্প নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়৷

https://p.dw.com/p/18G8n
ছবি: wrangler - Fotolia.com

একুশে পদক ও বাংলা একাডেমী অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক ও সরকারের সাবেক সচিব হাসনাত আবদুল হাই এর লেখা ঐ গল্পে শাহবাগের গণজাগরণ মঞ্চ ও সেখানে অংশ নেয়া তরুণ-তরুণীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়৷

বিশেষ করে ‘সীমা' নামের চরিত্রের মধ্য দিয়ে শাহবাগের এক পরিচিত নারী কর্মীর চরিত্র হননের চেষ্টা করায় ক্ষোভ প্রকাশ করা হয়৷ এছাড়া এই গল্প ছাপানোয় প্রথম আলো পত্রিকাও ব্যাপক সমালোচনার মুখে পড়ে৷

সামহয়্যার ইন ব্লগে শাহীন ভূইঁয়া লিখেছেন, গণজাগরণ মঞ্চ নিয়ে বিরোধীরা যে অপপ্রচার চালাতো তারই প্রকাশ যেন পেয়েছে প্রবন্ধে৷ এজন্য লেখকের কাছ থেকে একুশে পদক ও বাংলা একাডেমী পদক কেড়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্লগার শাহীন ভূইঁয়া৷

গীতিআরা নাসরীন ফেসবুকে লিখেছেন, ‘‘যিনি এটি (লেখাটা) পড়েননি তার কোনো মানসিক ক্ষতি হয়নি৷ যিনি পড়েছেন তারই হয়েছে৷ এটি পড়া মানসিক অত্যাচার৷''

তাঁর এই মন্তব্যে একমত পোষণ করে ফাহমিদা আক্তার ফেসবুকে লিখেছেন, গল্পটা পড়ার পর থেকে তার কেমন যেন গা গুলাচ্ছে, বমি বমি লাগছে৷ কেন তিনি গল্পটা পড়লেন সেজন্য নাকি তার এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে৷

এই লেখা ছাপানোর প্রতিবাদ জানাতে সম্পাদক বরাবর চিঠি লেখা সহ প্রতিবাদের আরো উপায় ভেবে করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন গীতিআরা নাসরীন৷

রবিবার সারা দিন ধরে আলোচনার পর প্রথম আলো কর্তৃপক্ষ সোমবার বিতর্কিত লেখাটি তাদের অনলাইন থেকে সরিয়ে ফেলে৷ শুধু তাই নয় এজন্য তারা ক্ষমা প্রার্থনাও করেছে৷ সম্পাদক লিখেছেন, ‘‘১৪ এপ্রিল ২০১৩ তারিখের প্রথম আলোর বাংলা নববর্ষের ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাই রচিত ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি' শীর্ষক ছোটগল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়৷ অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী৷ আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি৷ ইতিমধ্যে লেখাটি অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকেও অপসারণ করা হয়েছে৷''

শুধু তাই নয় ক্ষমা চেয়েছেন লেখক হাসনাত আবদুল হাই’ও৷ প্রথম আলোর অনলাইনে তিনি লিখেছেন, ‘‘পয়লা বৈশাখ ১৪২০-এর ‘প্রথম আলো’র বিশেষ পৃষ্ঠায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ নামে আমার একটি ছোটগল্প ছাপা হয়৷ কারও কিংবা কোনো গোষ্ঠীর মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে গল্পটি লেখা হয়নি৷ দেখা যাচ্ছে, বেশ কিছু পাঠক গল্পটি পড়ে ক্ষুব্ধ হয়েছেন৷ অনিচ্ছা সত্ত্বেও তাঁদের ক্ষুব্ধ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী৷ গল্পটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কোনো গল্পগ্রন্থে এটি অন্তর্ভুক্ত করা হবে না৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য