1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম দিনে রেকর্ড ২৫ কোটি টাকা আয় করল ‘অগ্নিপথ'

২৭ জানুয়ারি ২০১২

সালমান খানের ‘বডিগার্ড' আর শাহরুখ খানের ‘রা-ওয়ান' - দুটোকেই টপকে গেল ঋত্বিক-সঞ্জয়ের ‘অগ্নিপথ'৷ বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে আয় করেছে রেকর্ড ২৫ কোটি ভারতীয় টাকা৷

https://p.dw.com/p/13rmn
Agneepath
ঋত্বিক বিগ-বি অমিতাভের বিজয় চরিত্রে অভিনয় করেছেনছবি: Eros International

যেখানে বডিগার্ডের আয় ছিল ২২ কোটি আর রা-ওয়ানের ১৮ কোটি৷

১৯৯০ সালে অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ' ছবির রিমেক এটি৷ ছবিতে ঋত্বিক বিগ-বি অমিতাভের বিজয় চরিত্রে অভিনয় করেছেন৷ আর সঞ্জয় হয়েছেন ভিলেন, কাঞ্চা৷ নায়িকা চরিত্রে রয়েছেন প্রিয়াংকা চোপড়া৷

প্রথম দিনে ছবির এমন সাফল্যে উত্তেজিত ঋত্বিক৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘আমার মনে হচ্ছে আমি এখন উড়তে পারব৷ ধন্যবাদ দর্শক৷''

প্রিয়াংকা তাঁর টুইটারে লিখেছেন, ‘‘আমাদের ধারণা ছিল ছবিটি ভাল করবে৷ কিন্তু প্রথম দিনেই এমন সাফল্য ছিল অপ্রত্যাশিত৷'' আর সঞ্জু বাবা দর্শকদের এমন ভালবাসায় পুলকিত৷

Hrithik Roshan
নতুন রূপে দেখা যাচ্ছে ঋত্বিক’কেছবি: Eros International

অগ্নিপথের শুটিং'এর সময় সঞ্জয় দত্তের লুক দেখে ভয় পেয়ে গিয়েছিলেন স্বয়ং ঋত্বিক৷ কেননা সঞ্জয়ের পুরো মাথায় ছিল টাক আর চোখের উপর ছিল না কোনো ভ্রূ৷

ঋত্বিক বলছেন, মোগাম্বো আর গাব্বার সিং'এর মতো ভারতীয় চলচ্চিত্রের নামকরা ভিলেন চরিত্র হতে যাচ্ছা কাঞ্চা৷

ছবিটি পরিচালনা করেছেন করন জোহরের একসময়ের সহকারী করন মালহোত্রা৷ আর প্রযোজনায় আছেন করন জোহর নিজে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য